পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল, নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তরুণ তারকা

আইপিএলে ২০২২ (IPL 2022) -এ পঞ্জাব কিংসের (Punjab Kings) নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) অধিনায়ক (Captain) হিসেবে ঘোষণা করল প্রীতি জিন্টার (Prity Zinta) দল। 
 

আইপিএল ২০২২ (IPL 2022) মেগা নিলামের (Mega Auction) আগেই পঞ্জাব কিংসের (Punjab Kings) গতবার পর্যন্ত  অধিনায়ক কেএ রাহুল (KL Rahul) দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছিল। পঞ্জাব কিংস থেকে রিলিজ পাওয়ার পর নতুন দল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছেন তিনি। ফলে এবার পঞ্জাব কিংসের অধিনায়ক কে হবে তা নিয়ে প্রথম থেকেই ছিল জল্পনা। দলে মায়াঙ্ক আগরওয়াল (Mayan Agarwal)ও  অর্শদীপ সিং ছাড়া কাওকে রিটেনও করেনি পঞ্জাব। সবথেকে বেশি টাকা নিয়ে আইপিএল নিলামে নেমেছিল পঞ্জাব কিংস। ব্য়াটে-বলে সব বিভাগে শক্তিশালী দল গড়েছে কোচ অনিল কুম্বলের দল। শিখর ধওয়ানকে নিলামে দলে নেওয়ার পর পঞ্জাবের নতুন  অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পঞ্জাব  কিংস।

গতবার পর্যন্ত কেএল রাহুলের অনুপস্থিতিতে লকে নেতৃত্ব দিতেন মায়াঙ্ক আগরওয়াল। অপরদিকে আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে শিখর ধওয়ানের। কিন্তু শেষ পর্যন্ত মায়াঙ্ক আগরওয়ালের উপরই ভরসা রাখল প্রীতি জিন্টার দল।  আগেই মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছিলেন অধিনায়ক হততে তিনি প্রস্তুত। সোমববার সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে পঞ্জাব কিংসের পক্ষ থেকে তাদের নতুন অধিনায়ক হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালে নিলামে ১ কোটি টাকাতে ময়ঙ্ককে কিনেছিল পঞ্জাব। এবার ১২ কোটি টাকাতে মায়াঙ্ক আগরওয়ালকে রিটেন করে পঞ্জাব। টুইটে মায়াঙ্কের একটি অডিয়ো বার্তাও দেওয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত। দলকে সাফল্য এনে দেওয়ার জন্য একশো শতাংশ দেবেন বলেও জানিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। 

Latest Videos

 

 

এক ঝলকে দেখে নিন ২০২২ আইপিএলে পঞ্জাব কিংস দল-

পাঞ্জাব কিংস (PBKS)-

ব্যাটসম্য়ান: মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি), শিখর ধাওয়ান (৮.২৫ কোটি), ভানুকা রাজাপাকসা (৫০ লক্ষ)

উইকেট রক্ষক: জিতেশ শর্মা (২০ লক্ষ), জনি বেয়ারস্টো (৬.৭৫ কোটি), প্রভসিমরান সিং (৬০ লক্ষ)

অলরাউন্ডার: শাহরুখ খান (৯ কোটি), হারপ্রীত ব্রার (৩.৮০ কোটি), লিয়াম লিভিংস্টোন (১১.৫ কোটি), ওডিয়ান স্মিথ (৬ কোটি), রাজ অঙ্গদ বাওয়া (২ কোটি), ঋষি ধাওয়ান (৫৫ কোটি ), প্রেরক মানকদ (২০ লক্ষ), অথর্ব তাইডে (২০ লক্ষ), বেনি হাভেল (৪০ লক্ষ), ঋত্তিক চট্টোপাধ্য়ায় (২০ লক্ষ), অংশ প্যাটেল (২০ লক্ষ)

স্পিনার: রাহুল চাহার (৫.২৫ কোটি)

পেসার: আর্শদীপ সিং (৪ কোটি), ইশান পোরেল (২৫ লক্ষ), কাগিসো রাবাডা (৯.২৫ কোটি), সন্দীপ শর্মা (৫০ লক্ষ), নাথান এলিস (৭৫ লক্ষ), বৈভব অরোরা (২ কোটি), বালতেজ ধান্দা (২০ লক্ষ)।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury