কেকেআর বনাম সিএসকে মেগা ফাইট দিয়ে উদ্বোধন, দেখে নিন আইপিএল ২০২২-এর সূচি

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সম্পর্ণ সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ২৬ তারিখ শুরু আইপিএল (IPL)। প্লে অফ ও ফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। প্রথম ম্য়াচে মুখোমুখি সিএসকে (CSK) ও কেকেআর (KKR)।
 

শুরুর দিন আগেই জানা গিয়েছিল। শুধু অপেক্ষা ছিল সরকারি ঘোষণার। অবশেষে ঘষিত হল  আইপিএল ২০২২  (IPL 2022) -এর চূড়ান্ত সূচি। ২৬ মার্চ থেকেই শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আর আইপিএলের বিগত বছরগলির নিয়ম অনুসরণ করা হচ্ছে এবারের প্রথম ম্য়াচেও। ২৬ তারিখ প্রথম ম্য়াচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) ও রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স (KKR)। অর্থাৎ প্রথম ম্য়াচেই এমএস ধোনি বনাম শ্রেয়স আইয়রের দলের মেগা ডুয়েল। ২৬ মার্চ থেকে শুরু হয়ে ২২ মে পর্যন্ত চলবে আইপিএলে লিগ পর্ব। তারপর অনুষ্ঠিত হবে প্লে অফ ও ফাইনাল। কিন্তু গ্রুপ লিগ পর্যন্তই সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্লে অফ ও ফাইনালের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে আইপিএলের গভর্নিং কাউনন্সিলের তরফে। 

 

Latest Videos

 

আইপিএলের ২০২২-এর নিয়ম-
১০ দলকে ভাগ করা হয়েছে দু'টি গ্রুপে। গ্রুপ-'এ'-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrises Hyderabad), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সব দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’বার করে খেলবে। অন্য গ্রুপের যে কোনও একটি দলের সঙ্গেও দু’বার খেলবে। অন্য গ্রুপের বাকি যে চারটি দল থাকবে, তাদের সঙ্গে এক বার করে খেলবে। দলের সংখ্যা বাড়লেও লিগ পর্বে প্রত্যেক দলকে আগের মতো ১৪টি করে ম্যাচই খেলতে হবে। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে।

 

 

ম্য়াচ শুরুর সময়-
দুপুর ৩ টে ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট - দুটি সময় ম্যাচ হবে। এবারের আইপিএলের সূচি অনুযায়ী, হাতেগোনা কয়েকটি ম্যাচ শুরু হবে দুপুরে। মোট ১২ টি ম্যাচ দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে শুরু হবে। সেই মোতাবেক ১২ দিন ‘ডবল হেডার’ (দিনে দুটি ম্যাচ হবে) থাকবে। ২৭ মার্চ, ২ এপ্রিল, ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ এপ্রিল, ১ মে, ৭ মে, ৮ মে এবং ১৫ মে। শনিবার এবং রবিবারই ‘ডবল হেডার’ আছে। সব শনিবার অবশ্য ‘ডবল হেডার’ নেই। 

আরও পড়ুনঃআইপিএল শুরুর আগেই সুখবর এল ক্রিকেট প্রেমিদের জন্য, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃক্রিস গেইল থেকে রশিদ খান-ডুপ্লেসি, যে কারণে এই বিদেশি ক্রিকেটারদের কাছে আইপিএল টাকা কামানোর আদর্শ জায়গা

আরও পড়ুনঃআইপিএল ২০২২-এ অবিক্রিত খেলোয়ারদের নিয়ে গঠিত হল সেরা একাদশ, যারা লড়াই দিতে পারে ১০টি দলকে

কোন কোন মাঠে খেলা-
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই তরফে জানানো হয়েছে, চারটি স্টেডিয়ামে (ওয়াংখেড় স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম) গ্রুপ পর্যায়ের ৭০ টি ম্যাচ হবে। তারপর হবে চারটি প্লে-অফ ম্যাচ (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল)। মোট ৬৫ দিন ধরে চলবে টুর্নামেন্ট। প্লে অফ ও ফাইনালের সূচি ঘোষণা করা না হলেও, সূ্ত্র মারফত জানা যাচ্ছে প্লে অফ ও ফাইনালের খেলা হতে পারে গজুরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। শ্রীলঙ্কা সিরিজের পরই আইপিএল ক্রিকেটাররা নিজেদের নিজেদের ফ্র্যাঞ্চাইজির বায়ো বাবলে প্রবেশ করবে।  ফলে সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক দামাম বেজে গেল আইপিএলের।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News