করোনা মোকাবিলায় নিজের শেষ টেস্টের জার্সি,ব্যাট, স্টাম্প নিলামে তুলছেন অ্যান্ডারসন

  • করোনা মোকাবিলায় এগিয়ে এলেন জেমস অ্যান্ডারসন
  • নিজের শেষ টেস্টের জার্সি, ব্যাট, স্টাম্প নিলামে তোলা সিদ্ধান্ত
  • নিলামের টাকা ব্যবহৃত হবে করোনা আক্রান্তদের চিকিৎসায়
  • অ্যান্ডারসনের উদ্যোগকে সাধুবাদ ক্রিকেট বিশ্বের
     

Sudip Paul | Published : Apr 26, 2020 12:41 PM IST

করোনা ভাইরাসের মহামারীর জেরে যে কটি দেশের অবস্থা সবথেকে বেশি শোচনীয় তাদের মধ্যেই ইংল্যান্ড অন্যতম। ব্রিটেনে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় সে দেশেও চলছে লকডাউন। তারপরও আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না পরিস্থিতি। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাঁর বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলে সাহায্য করেছেন স্থানীয় হাসপাতালের সরঞ্জাম কেনার খাতে। এবার করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন ইংল্যান্ডের তারকা  ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি, ব্যাট এবং উইকেট এবার নিলামে তুলছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি পেস বোলার। অনলাইনে ইবে ওয়েবসাইটের মাধ্যমে জিমি তাঁর এই স্মারক নিলামে তোলার কথা ঘোষণা করেছেন টুইটারে। নিলাম থেকে পাওয়া অর্থ দিয়ে ব্যবহার করা হবে করোনা আক্রান্তদের চিকিৎসা ও দেখভালে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেদেশের ক্রীড়া মহল। 

আরও পড়ুনঃহরভজনের তৈরি বিশ্বের সেরা অফ স্পিনারদের তালিকা থেকে বাদ অশ্বিনের নাম

আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় চাহালকে নিয়ে ব্যাঙ্গ করলেন ক্রিস গেইল

এর আগে অ্যান্ডারসনের জাতীয় দলের সতীর্থ জোস বাটলার নিলামে তুলেছিলেন ২০১৯বিশ্বকাপ ফাইনালের জার্সি। গত মাসে লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতাল এবং হেয়ারফিল্ড হাসপাতাল তাদের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য সাহায্যের আবেদন করেছিল। তাই হাসপাতাল দু’টিকে অর্থ সাহায্যের জন্য বাটলার তাঁর বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যে জার্সিতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা বাটলারের প্রত্যেক সতীর্থের স্বাক্ষর ছিল। একইভাবে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং শাকিব আল হাসান করোনা খাতে অর্থদানের জন্য নিলামে তুলেছেন তাঁদের বিশেষ ব্যাট।  ২০১৬ আইপিলের ব্যাট, জার্সি এবং গ্লাভস অনলাইনে নিলামে তলার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্লাবের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্স। নিলামে সংগৃহীত অর্থ তাঁরা প্রয়োজনীয় গরিব মানুষের সাহায্যে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন অ্যান্ডারসন। ইংরেজ ফাস্ট বোলারের উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃবিশ্বকাপের মেডেল হারিয়ে ফেলেছেন জোফরা আর্চার, দিন-রাত খুঁজছেন পাগলের মত
 

Share this article
click me!