সালটা ২০০৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন বিরাট কোহলি। তার আগে অধিনায়ক হিসেবে দেশের হয়ে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতার ফলে নামটির সঙ্গে পরিচিতি ছিল সবারই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আঙিনাটাই সম্পূর্ণ আলদা। ব্যাপক চাপের মধ্যেও নিজের খেলাটা খেলে শিখরে পৌছতে সকলে পারেননা। সেই যাত্রা শুরু বিরাটের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১১ সালে ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় আরও কত কৃতিত্ব এখন বিরাটের ঝুলিতে। আর ব্যাট হাতে তো তার নামটাই বদলে গিয়েছে, 'বিরাট দ্য রান মেশিন'। ব্যাটসম্যান বিরাট কোহলি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। ২০০৮ থেকে ২০২০, বিশ্ব ক্রিকেটে অক যুগ অতিক্রিম করে সেদিনের বিরাট কোহলি বর্তমানে হয়ে উঠেছেন কিং কোহলি।
আরও পড়ুনঃঘরে বসে কমেন্ট্রি, করোনা আবহে হতে পারে আইপিএলের বড়সড় চমক
আরও পড়ুনঃএমএস ধোনি নয়,সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি বিরাট কোহলি, নয়া বিতর্ক বিশ্ব ক্রিকেটে
কোটি কোটি ক্রিকেটপ্রেমীর নয়নের মণি আজকের কোহলি। জাতীয় দলের হয়ে খেলা হয়ে গিয়েছে ৮৬ টি টেস্ট, ২৪৮ টি ওডিআই আর ৮২ টি টি-টোয়েন্টি ম্যাচ। ৭০ টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক। ভক্তরা বলছেন, ২০০৮ এর কোহলি কিন্তু ২০২০ তে সত্যিই বিরাট। বর্তমানে দীর্ঘদিন লকডাউনের কারণে মাঠে নামা না হলেও, নতুন নজির গড়লেন বিরাট কোহিল। অগণিত ক্রিকেটপ্রেমীকে উৎসর্গ করলেন নিজের হাজারতম ইনস্টাগ্রাম পোস্ট। আর এই ইনস্টাগ্রাম পোস্টের সৌজন্যেই দেখা হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে কিং কোহলির। অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে দিলেন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রাম পোস্টে আনকোরা বিরাটের সঙ্গে আজকের বিরাটের দেখা হয়ে গেল। ইনস্টাগ্রামে নিজের হাজার তম পোস্ট হিসেবে যে ছবিটি শেয়ার করেছেন কোহলি তাতে দেখা যাচ্ছে ২০০৮ সালের এক আনকোরা তরুণ বিরাট কোহলির সঙ্গে হাত মেলাচ্ছেন আজকের ক্রিকেট বিশ্বে মহীরুহ হয়ে ওঠা কিং কোহলি। দুজনের শারিরীক ভঙ্গি দেখলেও বোঝা যায় মাঝের ১২ বছরের পরিবর্তনটা। এই ছবি দেখে শুধু বিরাট ভক্তরাই নয়, নিশ্চয়ই নস্টালজিক হয়ে পড়েছেন খোদ কোহলিও। পোস্ট করা ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন,'২০০৮ থেকে ২০২০, অনেক কিছু শিখেছি, আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য।' প্রিয় তারকাকে আগামী ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন বিরাট অনুগামীরা।