
বুধবার আইপিএল ২০২২-এর ১৪তম ম্য়াচে মুখোমখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আইিপএলের ইতিহাসে যে দলগুলির লড়াই ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে সবথেকে উন্মাদনা ও উত্তেজনা লক্ষ্য করা যায় তাদের মধ্যে উপরের সারিতে থাকবে কলকাতা বনাম মুম্বই দ্বৈরথ। তবে এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি পাঁচবারের আইপিএল জয়ীদের। প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্নমার দলকে। অপরদিকে, মাঝে একটি আরসিবির বিরুদ্ধে লড়াই করে হারলেও তিনটির মধ্যে ২টিতে জিতে লিগ টেবিলের ভালো জায়গা রয়েছে শ্রেয়স আইয়রের দল। আজ কেকেআর জিততে পারলে রয়েছে শীর্ষে যাওয়ার সুযোগ। অপরদিকে মরসুমে প্রথম জয় পেতে মরিয়া মুম্বই।
শক্ত গাঁট মুম্বইকে হারাতে মরিয়া কেকেআর-
আইপিএলের ইতিহাসে যে দলগুলির বিরুদ্ধে কেকেআরের পারফরম্য়ান্স একেবারেই ভালো নয় তার মধ্যে একেবারে শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স। নাইটদের বরাবার শক্ত গাঁট মুম্বই। তবে এবাপ পরিস্থিতি কিছুটা আলাদ। একদিকে দুরন্ত ছন্দে রয়েছে কেকেআর, অপরদিকে এখনও জয় নেই মুম্বইয়ের। তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ নাইট শিবির। গত ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে রাসেলর ব্য়াট ভর করে জয় পেলেও, রাহানে, ভেঙ্কটেশ আইয়র, শ্রেয়স আইয়র, নীতিশ রানাদের ব্য়াটে রানের খরা কিছুটা চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। তবে বোলিং লাইনে উমেশ, সাউদি, নারিন, বরুণদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। আজকের ম্য়াচে খেলতে পারেন প্য়াট কামিন্সও। ফলে বোলিং লাইনআপের শক্তি আরও বাড়বে। সব মিলিয়ে মুম্বই ম্য়াচ জিতে লিগ টেবিলের শীর্ষে ওঠাই লক্ষ্য কেকেআরের।
প্রথম জয়ের লক্ষ্যে মুম্বই ইন্ডিয়ান্স-
শেষ দুই ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং লাইন মোটামুটি পারফর্ম করলেও বোলিং লাইনআপের ব্যর্থতার জেরে পরপর দুটি ম্য়াচ হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ব্য়াটিংয়েও ইশান কিশান পরপর দুটি ম্য়াচেই রাম পয়েছে। এছাড়া রোহিত শর্মা প্রথম ম্য়াচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি। তিলক ভার্মাও গত ম্য়াচে রানে ফিরেছে। কেকেআরের বিরুদ্ধে দলে ফিরতে পারেন সূর্যকুমার যাদব। যার ফলে ব্য়াটিং শক্তি অনেকটাই বাড়বে মুম্বইয়ের। বোলিং লাইনে একমাত্র জসপ্রীত ববুমরা ছন্দে থাকলেও সামস, মিলস, মুরগান অশ্বিনরা একেবারেই ছন্দে নেই। কেকেআর ম্য়াচ নামার আগে অনুশীলনে বাড়তি গাম ঝরিয়েছে মুম্বইয়ের বোলিং লাইনআপ। সব মিলিয়ে কেকেআরের বিরুদ্ধেই জয়ে ফিরতে মরিয়া রোহিত ব্রিগেড।
পিচ রিপোর্ট-
বুধবার কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্য়াচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। এখানকার পিচও লাল মাটির। ব্যাটসম্য়ানরা সাহায্য পাওয়ার পাশাপাশি এই মাঠে স্পিনাররাও বাড়তি সাহায্য পেয়ে থাকে। রাতের দিকে কুয়াশার সমস্যাটিও মাথায় রাখতে হবে দুই দলকে। তবে হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা বেশি।
ম্য়াচ প্রেডিকশন-
কেকেআর ও মুম্বই দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে এবার আইপিএলে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সার্বিক শক্তির তুলনা করলে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা। টস গুরুত্বপূর্ণ বিষয় হলেও, আজকের ম্যাচে কেকেআরের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃকে থাকল দলে আর কে পড়ল বাদ, দেখে নিন মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ