- Home
- Sports
- Cricket
- চোখের চাউনি থেকে শরীরী ভাঁজ সবকিছুই উষ্ণতায় ভরপুর চিনে নিন রাজস্থান রয়্যালস তারকার সুপার সেক্সি বান্ধবীকে
চোখের চাউনি থেকে শরীরী ভাঁজ সবকিছুই উষ্ণতায় ভরপুর চিনে নিন রাজস্থান রয়্যালস তারকার সুপার সেক্সি বান্ধবীকে
- FB
- TW
- Linkdin
ওয়েস্ট দলের তারকা ক্রিকেটার হওয়ার পাশাপাশি আইপিএলেও যথেষ্ট নামডাক রয়েছে শিমরন হেটমায়ারের। গতবার পর্যন্ত আইপিএলে দিল্লি ক্য়াপিটালস দলের ক্রিকেটার ছিলেন ক্যারেবিয়ান তারকা। তবে এবার নিলামের আগে তাকে রিটেন করেনি রাজধানীর দল। তাই মেগা নিলামে হেটমায়ারের বিগ হিটের দক্ষতার জন্য তাকে নিতে ঝাপিয়ে ছিল একাধিক দল। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তাকে কেনে।
ক্রিকেটের বাইরে ব্যক্তিগত জীবনেও খুব ভালো মানুষ শিমরন হেটমায়ার। যথেষ্ট রোমান্টিকও বটে। শিমরন হেটমায়ারের সঙ্গে নির্ভানী উমরাওয়ের সম্পর্ক ছোট বেলা থেকে। তারা এক অপরকে খুব ভালবাসেন। দুজনের মধ্যে সম্পর্কের রসায়নও খুব ভাল।নির্ভানী উমরাওয়ের সঙ্গে শেমরন হেটমায়ারের প্রথম সাক্ষাৎ হয় তাদের হোমটাউন গায়ানাতে। সেখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়।
ব্যক্তিগতবাবে নির্ভানি উমরাও খুব ভালো মনে মানুষ। নির্ভানীর রূপ সকলকে মুগ্ধ করে। শুধু যে সুন্দরী তেমনটা নয়, তার হটনেস সকলকে ঘায়েল করে। সকলেই প্রশংসা করে তার সৌন্দর্যের। শিমরন হেটমায়ার ও নির্ভানী উমরাও কখনও তাদের সম্পর্কের কথা গোপন রাখেননি। ক্যারেবিয়ান তারকা সকলকে প্রথম থেকেই জানিয়েছেন নির্বানির সঙ্গে তার সম্পর্কের কথা।
দুজনকে যখনই সময় পান একে অপরের সঙ্গে ডেটিং করেন। দুজনকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখতেও পেয়েছেন সকলেই। সেই ছবি সামনে এসেছে। দুজনের একাধিক রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেই সকল ছবি সকলেই খুবই পছন্দ করেছেন। লাইকও কমেন্ট বন্য়ায় ভেসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন নির্ভানী উমরাও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হেটমায়ার। ক্যারেবিয়ান তারকাই তাদের ছবি খুন ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। দুজনের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও একাধিকবার সামনে এসেছে হেটমায়ারের সৌজন্যে। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল হয়ছে। খুব পছন্দ করেছেন নেটিজেনরা।
শেমরন ও নির্ভানী দুজনেই সেলফি তুলতে খুব পছন্দ করেন। একে অপরের সঙ্গে থাকলে প্রচুর সেলফি তোলেন তারা। তার মধ্যে বেশ কিছু ছবি হে'মায়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। ছবিগুলিতে এই যুগলকে খুবই পছন্দ করেন হেটমায়ারের ফ্যান ফলোয়ার্সরা।
২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস শেমরন হেটমায়ারকে নিলামে কেনে। তার দর ওঠে ৭.৭৫ কোটি টাকা। সেই খবর শুনে খুব খুশি হেয়ছিলেন নির্ভানী। শুভেচ্ছা জানানোর জন্য হেটমায়ারকে পার্টি দিয়েছিলেন নির্ভানী। আইপিএল ২০২২ মেগা নিলামে রাজস্থান রয়্যালস হেটমায়ারকে কেনার পরও তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তার প্রেমিকা।
আইপিএলে ভালো দল ও ভাল দর পাওয়ার পরই তারা তাদের সম্পর্কের কথা সরকারিভাবে সকলের সামনে নিয়ে আসেন। আইপিএলে ভাল জায়গা পাওয়া সেলিব্রেট করতেই কয়েক দিনের মধ্যে নিজেদের বাগদান সম্পন্ন করেন হেটমায়ার ও নির্ভানী। তাদের শুভেচ্ছাও জানিয়েছিলেন সকলে।
শিমরন হেটমায়ার ও নির্ভানী উমরাওয়ের মধ্যে সম্পর্ক এত ভাল তার অন্যতম কারণ নির্ভানী ক্রিকেট খুব পছন্দ করেন। হেটমায়ারের খেলা যখনও থাক তিনি মিস করেন না। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও, হেটমায়েরের মাধ্যমে খুবই জনপ্রিয় নির্ভানী। তাদের জুটিকেও সকলেই খুব পছন্দ করেন।
এমনকী হেটমায়ারের পাশাপাশি নির্ভানির ছবিতেও লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। নির্ভানির সৌন্দর্যের প্রশংসা করেন সকলেই। এবার আইপিএলেও হেটমায়ার রাজস্থান রয়্যালস দলের দুরুত্বপূর্ণ প্লেয়ার। তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শেমরন হেটমায়ারের বান্ধবী।