কেকেআর দলে তিনটি পরিবর্তন, সানরাইজার্সে একটি, টস হেরে ব্য়াটিং করছে কলকাতা

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। জয় ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। অপরদিকে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য কেন উইলিয়ামসনের দল।
 

আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়রের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। রাতের ম্যাচে ডিউ সমস্যার কারণেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক। আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদ দলে একটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর না থাকায় দলে এসেছেন জগদীশা সুচিত। অপরদিকে কেকেআর দলে তিনটি পরিবর্তন হয়ছে। অজিঙ্কে রাহানের জায়গায় খেলছেন অ্যারন ফিঞ্চ, স্যাম বিলিংসের জায়গায় খেলছেন শেলডন জ্যাকসন ও রাসিখ সালামের জায়গায় খেলছেন অমন খান। 

 

Latest Videos

 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র ও  অজি তারকা অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন শেলডন জ্যাকসন। স্যাম বিলিংসের জায়গায় খেলানো হয়েছে তাকে। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলছেন আন্দ্রে রাসেল। স্পিন অ্যাটাকে খেলছেন কেকেআরের দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন প্য়াট কামিন্স, উমেশ যাদব ও অমন খান। 

অপরদিকে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে  সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিংলাইনআপে ওপেনিংয়ে রয়েছেন কেন উইলিয়ামসন (অধিনায়ক) ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলছেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেট  রক্ষক), আইডেন মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন শশাঙ্ক সিং ও  জগদীশা সুচিত। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর না থাকায় স্পিন অ্যাটাকের দায়িত্বও থাকছে সুচিতের উপর । হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলছেন মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিকের।

 

 

প্রসঙ্গত, আইপিএল ২০২২ -এর ২৫ তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এবার আইপিএলে শুরুটা খুব একটা খারাপ করেনি কেকেআর। পাঁচ ম্য়াচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে শ্রেয়স আইয়রের দল। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছে নাইট শিবিরকে। অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারলেও শেষ দুটি ম্য়াচ পরপর জিতে প্রতিযোগগিতায় দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে কেন উইলিয়ামসনের দল। ফলে একদিকে জয়ে ফিরতে ও বাংলার নববর্ষে সমর্থকদের জয় উপহার দিতে মরিয়ে নাইট রাইডার্স। অন্যদিতে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর অরেঞ্জ আর্মি। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)