
শনিবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পর্বের সাক্ষাতে শ্রেয়স আইয়রের দলকে সহজেই হারিয়েছিল কেন উইলিয়ামসনের দল। এখন শেষ চারে ওঠার লড়াই টিকে থাকতে গেলে এই ম্য়াচ ডু অর ডাই দুই দলের কাছে। টানা ৫ ম্য়াচ জয়ের পর ফের টানা ৪ ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছে অরেঞ্জ আর্মিকে। বর্তমানে ১১টি ম্য়াচের মধ্যে ৫টিতে জিতে লিগ টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে ১২টি ম্য়াচের মধ্যে ৫টিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে কেকেআর। ফলে এই ম্য়াচ কেকেআরের কাছে যেমন শেষ চারের লড়াইয়ে থাকার মরণ-বাঁচন ম্যাচ, ঠিক তেমনই প্রথম পর্বে হারের বদলা নেওয়ারও। ফলে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কেকেআর-
গত ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্সের আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে। তবে এখনও বেশ কয়েকটি বিষয় ভাবাচ্ছে কেকেআর টিম ম্য়ানেজমেন্টকে। কারণ গত ম্যাচে ভালো শুরু করেও বুমরার স্পেলের সামনে ভরাডুবি ঘটেছিল কেকেআরের ব্যাটিং লাইনের। ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা ছাড়া কোনও ব্যাটসম্য়ান বড় রান পায়নি। কিছুটা লড়াই করেছিলেন অজিঙ্কে রাহানে ও রিঙ্কু সিং। সানরাইজার্সের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া কেকেআর ব্য়াটিং লাইন। বোলিং লাইনে চোটের কারণে প্যাট কামিন্সের ছিটকে যাওয়া অনেকটাই সমস্যা বাড়িয়েছে দলের। উমেশ যাদবের ফেরা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন টিম সাউদি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। অলরাউন্ড পারফর্ম করাই ফের একবার লক্ষ্য আন্দ্রে রাসেলের।
জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ-
মরসুমের প্রথম দুটি ম্যাচে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টানা ৫ ম্যাচে জয়। কিন্তু ফের ছন্দ পতন সানরাইজার্স হায়দরাবাদের। শেষ ৪টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। সেই হার থেকেই শিক্ষা নিয়ে আজ কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স। ব্যাটিং লাইনআপে অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আইডেন মার্করাম, নিকোলাস পুরানদের প্রতিযোগিতায় ভরসা দিচ্ছে দলকে। অপরদিকে, কিছুটা ধারাবাহিকতার অভাব থাকলেও বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, জগদীশা সুচিতরা দলকে ভরসা দিচ্ছেন। শেষ চারের ওঠার লড়াই থাকতে কেকেআরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স।
পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মধ্যে ম্য়াচ হতে চলেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েসনের মাঠে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হওয়ায় শিশির সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
শ্রেয়স আইয়র ও কেন উইলিয়ামসনের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে খুব একটা তফাৎ নেই দুই দলের। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলে কিছুটা তফাৎ করা খুব মুশকিল। তবে ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও কেকেআরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃবলিউড স্টারের সঙ্গে সানিয়া মির্জার প্রেম, গিয়েছিলেন হোটেল রুমে, ফাঁস করেছিলেন এক ওয়েটার