Ind vs Nz: এবার লড়াই লাল বলের, প্রথম টেস্টে এগিয়ে কোন দল, জানুন বিস্তারিত

২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড (India vsNew Zealand) টেস্ট সিরিজ (Test Series)। অনুশীলনে নতুন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রথম টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া (Team India)। লড়াই  দিতে প্রস্তুত কেন উইলিয়ামসন (Kane Williamsson)। 
 

টি২০ সিরিজে (T20 Series) নিউজিল্যান্ডকে (New Zealand) ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার পালা টেস্ট সিরিজের (Test Series)। কানপুরে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)দুই ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টেস্ট সিরিজে  ভারতীয় দলেও একাধিক পরিবর্তন হয়েছে। কোচ হিসেবেও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) এটা প্রথম টেস্ট সিরিজ। টি২০ সিরিজের পর এবার টেস্ট সিরিজে সাফল্য পাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। অপরদিকে, টি২০ সিরিজের ব্যর্থতা ঝেড়ে  ফলে টেস্ট সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া কিউরা। ৩৩ বছর ভারতের মাটিতে সাফল্য আসেনি নিউজিল্যান্জের। এবার সেই পরিসংখ্যান পাল্টানোই লক্ষ্য ব্ল্যাক ক্যাপসদের (Black Caps)।

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
টি২০ সিরিজে সাফল্য পেলেও, টেস্ট সিরিজে যে লড়াইটা অনেকটাই কঠিন হতে চলেছে তা ভালো করে জানেন রাহুল দ্রাবিড়। বিশেষ করে প্রতিপক্ষ যখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজেতা দল।  তারউপর টেস্ট সিরিজে বিশ্রামে রয়েছে দলের একাধিক তারকা প্লেয়ার। প্রথম টেস্টে দলে নেই বিরাট কোহলি। এছাড়া টেস্ট সিরিজে নেই মহম্ম শামি, জসপ্রীত বুমরা, রোহিত শর্মারা। চোটের কারণে  ছিটকে গিয়েছে কেএল রাহুলও। টেস্ট সিরিজে দলে রয়েছে একাধিক তরুণ তারকা প্লেয়ারও।  তাই টেস্ট সিরিজের আগে একটু বাড়তি সতর্ক। টেস্ট ম্য়াচের আগে অনুশীলনেও দেখা গেল সেই ছবি। অনুশীলনে  অনেক বেশি সিরিয়াস দেখিয়েছে ভারতীয় দলের নতুন কোচকে। সকলের সঙ্গে আলাদা করে সেশন  করেন রাহুল দ্রাবিড়।  তারকা প্লেয়ারদের অনুপস্থিতে নিজেদের  প্রমাণ করতে মরিয়া মায়াঙ্ক আগরওয়াল, শুবমান গিল, শ্রেয়স আইয়র, সূর্যকুমার যাদবরা।  দলের তরুণ প্লেয়ারদের উপর ভরসা রাখছেন কোচ রাহুল দ্রাবিড়।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত কিউইরা-
টি২০ সিরিজে বিশ্রামে ছিলেন  নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন  ও অন্যতম তারকা পেসার  কাইল জেমিসন। টেস্ট সিরিজে তারা দলের সঙ্গে যোগ দেবেন রস টেলরও। ফলে শক্তি  অনেকটাই বাড়বে। ভারতে ঘূর্ণি  পিচের কথা ভেবে  তিন স্পিনার খেলানোর ভাবনা শুরু করেছে। কেন উইলিয়ামসনদের কোচ গ্যারি স্টিড এ দিন বলেছেন,'ভারতের মাটিতে চার পেসার আর এক অনিয়মিত স্পিনার নিয়ে খেলার কোনও জায়গা নেই। আমরা তিন স্পিনারেও খেলতে পারি। কানপুরের পিচ দেখার পরে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' এছাড়া বোল্ট , সাউদি, জেমিসনদের পেস অ্যাটাক  রয়েছে। টেস্ট সিরিজে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছে কেন উইলিয়ামসন।  সব মিলিয়ে ভারতের মাটিতে লড়াই দিতে  প্রস্তুত।

আরও পড়ুনঃInd vs Nz: টেস্ট সিরিজের আগে রাহুল দ্রাবিড়ের ক্লাস, প্রশংসা পুজারারা মুখে

আরও পড়ুনঃInd vs Nz: টেস্ট সিরিজ শুরর আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ম্য়াচ প্রেডিকশন-
দেশের মাটিতে স্পিনিং ট্র্যাকে ভারতীয় দল যে অপ্রতিরোধ্য তা সকলের জানা। ফলে দলে তারকা প্লেয়াররা না থাকলেও, তিন তারকা স্পিনার রবিচন্দ্রন  অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা। ফলে স্পিন শক্তিতে নিউজিল্যান্ডের থেকে অনেকটা এগিয়ে টিম ইন্ডিয়া। এছাড়া তরুণ  তারকা ব্যাটসম্যানরা  দেশের মাটিতে নিজেদের সেরাটা  দিতে মুখিয়ে রয়েছে। সব মিলিয়ে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতীয় দলকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।


 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন