IPL 2021, SRH vs RR- চতুর্থ স্থানে ওঠার হাতছানি রাজস্থানের, সম্মান রক্ষার লড়াই হায়দরাবাদের

আজ আইপিএলে মুখোমুখি হায়দরাবাদ ও রাজস্থান। লিগ টেবিলের নীচে রয়েছে সানরাইজার্স। অপরদিকে ষষ্ঠ স্থানে রয়েছে রয়্যালসরা। হাড্ডাহাড্ডিলড়াই দখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আজ আইপিএল ২০২১ (IPL 2021) -এ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলের দ্বিতীয় পর্বে মরুদেশে প্রথম ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে হারা ম্যাচ কার্তিক ত্যাগির অনবদ্য বোলিংয়ে শেষ ওভারে ২ রানে জেতে রয়্যালসরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারতে হয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দলকে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্য়াচে ৪টি জয় নিয়ে ৬ নম্বরে রয়েছে রাজস্থান। আজকের ম্যাচ জিততে পারলেও সুযোগ থাকছে চার নম্বরে উঠে আসার। অপরদিকে, ৯ ম্যাচে আটটি হেরে লিগ টেবিলের শেষে থাকা সানরাইজার্সের কাছে প্লে অফে যাওয়ার আর কোনও সুযোগ নেই। ফলে বাকি পাঁচটি ম্য়াচ কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলের কাছে সম্মান রক্ষার।

লিগ টেবিলের চতুর্থ স্থানে ওঠার হাতছানি রাজস্থানের-
৯ ম্যাচে চারটিতে জয় পেলেও ব্যাটিং-বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাবের কারণে বারবার ভুগতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। পঞ্জাবের বিরুদ্ধে দলগত ব্যাটিং পারফরমেন্সে ১৮৫ রান করেছিল রাজস্থান। কিন্তু দিল্লির বিরুদ্ধে ১৫৫ রান চেজ করতে গিয়ে ১২১ রানেই আটকে যায় রয়্যালসরা। বোলিং বিভাগেও একই দশা সঞ্জু স্যামসনের দলের। তবে লিগ টেবিলের নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস। অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়ে ছন্দে ফেরাই লক্ষ্য সঞ্জু স্যামসন, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়াদের। হায়দরাবাদকে হারাতে পারলেও শেষ চারে ওঠার দিকে আরও একধাপ এগোনো শুধুই নয়,লিগ টেবিলের চতুর্থ স্থানে ওঠার সুযোগও রয়েছে রয়্যালসদের কাছে।

Latest Videos

সম্মান রক্ষার লড়াই রাজস্থানের-
২০২১ আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয়ের মুখে দেখেছে সানরইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই খেলা হয়ে গেছে ৯টি ম্য়াচ। কোনও কিছুই যেন ঠিকঠাক কাজ করছে না কেন উইলিয়ামসনের দলেরল কাছে। শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১২৫ রানের টার্গেট চেজ করতে পারেনি ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মনীশ পাণ্ডেরা। শেষ চারে ওঠার কোনও আশাও নেই অরেঞ্জ আর্মির কাছে। তাইনবাকি ৫টি ম্যাচে ভালো পারফর্ম করাই লক্ষ্য হায়দরাবাদের। দলেও একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কিছু হারানোর না থাকলেও, এখন জয়ের স্বাদ পাওয়াই প্রধান লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃকার বউ বেশি শিক্ষিত, জেনে নিন আইপিএলে ১০ ভারতীয় তারকাদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা

আরও পড়ুনঃIPL 2021, মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, টি২০ ক্রিকেটে কোহলি গড়লেন বিরাট বিশ্বরেকর্ড

আরও পড়ুনঃIPL 2021, MI vs RCB-রোহিতের বউকে নিয়ে সিনেমা হলে ধরা পড়েছিলেন কোহলি, সেই কারণেই কী দুই তারকার তিক্ততা

ম্য়াচ প্রেডিকশন-
একটি দল রয়ছে লিগ টেবিলের একেবারে নীচে। ফর্মের ধারেকাছে নেই সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে, ধারাবাহিকতার অভাব থাকলেও শেষ চারের ওঠার সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। দলগত শক্তির বিচারেও হায়দরাবাদের থেকে অনেকটা এগিয়ে রাজস্থান। সব দিক বিচার করে আজকে ম্যাচে সঞ্জু স্যামসনের দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury