IND VS SA ODI: টেস্ট সিরিজের হার অতীত, একদিনের সিরিজ জয় দিয়ে শুরু করতে কী রণনীতি টিম ইন্ডিয়ার

Published : Jan 18, 2022, 02:23 PM IST
IND VS SA ODI: টেস্ট সিরিজের হার অতীত, একদিনের সিরিজ জয় দিয়ে শুরু করতে কী রণনীতি টিম ইন্ডিয়ার

সংক্ষিপ্ত

১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (Indian vs South Africa) একদিনের সিরিজ (ODI Series)। বোল্যান্ড পার্কে (Boland Park) হবে প্রথম ম্যাচ। জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু করতে মরিয়া কেএল রাহুল (KL Rahul) ও টেম্বা বাভুমার (Temba Bavuma) দল।   

শেষ হয়েছে টেস্ট সিরিজ  (Test Series)। সিরিজে এগিয়ে গিয়েও দক্ষিণ আফ্রিকার (South Africa)মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। টেস্ট সিরিজ হারের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর বিগত কয়েক দিনে ভারতীয় ক্রিকেটে বিস্তর জলঘোলা হয়েছে। তবে সব কিছুকে পেছনে সরিয়ে এবার দক্ষিণ মাটিতে একদিনের সিরিজ জয় কে পাখির চোখ করে অনুশীলন শুরু করে দিয়েছে এই সিরিজের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)ও কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দল। টেস্ট সিরিজের হার ভুলে ওয়ান ডে সিরিজ (ODI Series) জয় এখন মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। আগামী ১৯ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ রয়েছে। ২১ জানুয়ারি দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম দু’টি খেলাই হবে পার্লের বোল্যান্ড পার্কে (Boland Park)। এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচটি হবে কেপ টাউনে। অপরদিকে টেস্ট জয়ের পরল এবার ওয়ান ডে সিরিজ জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী প্রোটিয়া ব্রিগেড।

সাদা বলে জবাব দিতে তৈরি টিম ইন্ডিয়া-
১৯ তারিখ বোল্যান্ড পার্কে প্রথম একদিনের ম্যাচের আগে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইয়েকর তরফে সেই ছবিও শেয়ার করা হয়েছে। অনুশীলনে দলকে পেপ টক দেন সিরিজে নতুন অধিনায়ক কেএল রাহুল ও কোচ রাহুল দ্রাবিড়। ওয়ান ডে দলে একাধিক পরিবর্তন হয়েছে টিম ইন্ডিয়ায়। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন শিখর ধওয়ান। তিনি নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া। এছাড়া শ্রেয়স আইয়র, সূর্যকুমার যাদবরা বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করতে মরিয়া। একদিনের বোলিং লাইনেও সেরাটা দিতে মুখিয়ে রয়েছে দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহলরা। এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ররা। প্রথম একাদশে তারা সুযোগ পায় কিনা সেটাও দেখার। অশ্বিনও দীর্ঘ বছর পর ওয়ান ডে দলে ফিরেছেন। সব মিলিয়ে একদিনের সিরিজে জয় দিয়ে শুরু করচে মরিয়া টিম ইন্ডিয়া।

 

 

আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা-
অপরদিকে টেস্ট সিরিজ শুরুর আগে ফেভারিট হিসেবে ভারতীয় দলকেই এগিয়ে রেখেছিল ক্রিকেট বিশেষজ্ঞরা। তাদের সকলকে ভুল প্রমাণিত করে ডিন এলগারের দল টেস্ট সিরিজ জেতে। এবার ওয়ান ডে সিরিজ শুরুর আগেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে প্রোটিয়াদের একদিনের দলের অধিনায়ক টেম্বা বাভুমাকে। ওয়ান ডে তে দলের ব্য়াটিং লাইনে যুক্ত হবে কুইন্টন ডি কক, ডেভিড মিলার, জনাথন মালানদের মত তারকারা। অপরদিকে বোলিং লাইনে টেস্ট দলের বোলররা যারা ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন রাবাডা, এনগিডি, জানসেন সকলেই রয়েছে। অনুশীলনে নিজেদে সেরাটা উজার করে দিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা দল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?
IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি