'ধোনি একাই একটা সিরিজ পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল',মাহির প্রশংসা করে বললেন কামরান আকমল

  • এমএস ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন কামরান আকমল
  • ধোনিকে ভারতে সেরা উইকেটকিপার ব্যাটসম্যান বললেন তিনি
  • ধোনি একাই পাকিস্তানকে অনেক ম্যাচে হারিয়ে দিয়েছে বলে জানান কামরান
  • ধোনির নেতৃত্বেরও প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান
     

এক বছরেরও বেশি সময় ধরে ২২ গজের বাইরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে তাকে নিয়ে চর্চার শেষ নেয়। আইপিএল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় সকলে ধরেই নিয়েছেন সেপ্টেম্বর বা অক্টোবরে ক্রিকেটে ফিরছেন এমএসডি। তার আগে এবার ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। কেরিয়ারের শুরুর দিকে একাধিক সিরিজে খেলার ফলে ধোনিক খুব কাছ থেকে দেখেছেন কামরান আকমল। ধোনির প্রশংসায় বললেন,'ওয়ানডে কেরিয়ারে পঞ্চাশের বেশি গড় এবং ম্যাচ জেতানো ইনিংস ধারাবাহিক ভাবে খেলে যাওয়া খুবই কঠিন। আর এই কঠিন কাজটাই করে এসেছে ধোনি।'

আরও পড়ুনঃ'গায়ের রং কালো বলে কেউ আমার খাওয়ার টেবিলে বসত না',সতীর্থদের বিরুদ্ধে অভিযোগ মাখায়া এনতিনির

Latest Videos

শুধু মাত্র ধোনির কারণেই একচা সময় পাকিস্তান একাধিক ম্যাচ জিততে পারেনি ধোনি। ধোনি একাই একটা সিরিজ ভারতীয় দলকে জিতিয়ে দিয়ছিল বলেও ধোনির প্রশংসা করেত গিয়ে উল্লেখ করেন কামরান আকমল। বলেন,'২০০৬ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধোনির ব্যাট থেকে এসেছিল ৬৮, অপরাজিত ৭২, অপরাজিত ২ এবং অপরাজিত ৭৭ রানের ইনিংস। দ্বিতীয় ওয়ানডে-তে ব্যাট করেননি ধোনি। তৃতীয় ওয়ানডে ম্যাচে বিধ্বংসী ধোনি ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলেন। আর সেই ইনিংসের জন্য ৪৭.৪ ওভারে ২৮৯ রান তাড়া করে ম্যাচ জিতে যায় ভারত। ধোনির দাপটে পাকিস্তানের হাত থেকে ওয়ানডে সিরিজ একাই ছিনিয়ে নিয়েছিল ভারত। সিরিজের শুরু যে ভাবে করেছিল, সেই একই পারফরম্যান্স ধরে রেখেছিল গোটা সিরিজ জুড়েই।'

আরও পড়ুনঃএখনই অবসর নয়, ৪০-এও দেশের সেরাদের বিরুদ্ধে স্কিলের লড়াইতে নামতে প্রস্তুত ভাজ্জি

আরও পড়ুনঃকেনও ব্যাট হাতে দর্শক পিটিয়েছিলেন ইনজামাম,২৩ বছর পর রহস্যের উন্মোচন

শুধু ব্যাটসম্যান নয়, অধিনায়ক ধোনির প্রশংসা করেন পাক তারকা। ধোনি কেরিয়ারে এমন কোনও ট্রফি নেই যা যেতেননি বলে উল্লেখ করেন।  তিনি বলছেন, 'টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, আইপিএল ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ সব জিতে নিয়েছেন অধিনায়ক ধোনি। বিশ্ব ক্রিকেটে ধোনির মতো ক্রিকেটার খুবই কম আছে।' পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট ম্যাচ, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকমল। ধোনির বরাবরই ভক্ত তিনি। এর আগেও ধোনির প্রশংসা করেছেন কামরান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে তিনি ধোনিকে দেখতে চান বলেও জানিয়োছিলেন কামরান। এবার খবু শীঘ্রই ক্রিকেটে ফিরে ধোনি নিজের কামাল চালিয়ে যাবেন বলেও আশাবাদী  পাক তারকা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today