নস্টালজিক সচিন,শেয়ার করলেন প্রিয় বন্ধুর বাড়িতে কাটানো মুহূর্তের ছবি

Published : May 14, 2020, 09:00 PM IST
নস্টালজিক সচিন,শেয়ার করলেন প্রিয় বন্ধুর বাড়িতে কাটানো মুহূর্তের ছবি

সংক্ষিপ্ত

লকডাউনে আরও একবার নস্টালজিক সচিন তেন্ডুলকর শেয়ার করলেন সৌরভের বাড়িতে কাটানো মুহূর্তের ছবি  ক্যাপশনে সৌরভের পরিবারেরও খোঁজ নেন মাস্টার ব্লাস্টার ছোটে বাবুর স্মৃতি রোমন্থন বেশ মনে ধরেছে নেটাগরিকদের  

ব্যাট হাতে দীর্ঘ বছর ভারতীয় দলের ওপেনিং দায়িত্ব সামলেছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ গজে তাদের ওপেনিং জুটি শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা জুটি। ওপেনার হিসেবে ১৭৬ ইনিংসে দুজনের সংগ্রহ ৮ হাজার ২২৭ রান। যা এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তাদের পার্টনারশিপ বা বন্ধুত্ব নতুন নয়। অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক ক্রিকেট থেকেই একসঙ্গে পথ চলা শুরু দুই কিংবদন্তির। ব্যক্তিগত জীবনেও দুজনে অন্তরঙ্গ বন্ধু। সেই বন্ধুতের আভাস আরও একবার পাওয়া গেল বৃহস্পতিবার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে কাটানো কোনও ক সন্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন  সচিন তেন্ডুলকর।

আরও পড়ুনঃস্লেজিং সামলানোর ক্ষেত্রে কে এগিয়ে সচিন না বিরাট, আক্রমের জবাব

বর্তমানে করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি অবসথাতেই জীবন কাটছে ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আগের থেকে অনেক বেশি সক্রিয় ক্রিকেটাররা। ব্যতিক্রম নন সচিন-সৌরভও। অফুরন্ত সময়ে কখনও কখনও নস্টালজিয়ায় ভুগছেন তারা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে কেরিয়ারের শুরুর দিকের একটি ছবি শেয়ার করেছেন সচিন তৈন্ডুলকর। যখন বিশ্ব ক্রিকেটে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে সচিন-সৌরভ জুটি।  সেই সময় কলকাতা সফরকালে এক সন্ধ্যায় বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ডিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন মাস্টার ব্লাস্টার। সেই সন্ধায় সৌরভের বাড়িতে কাটানো মুহূর্তের ছবিই শেয়ার করেছেন সচিন। 

আরও পড়ুনঃ'তিনি অন্যরকম গেম খেলতেন', গুরু গ্রেগকে আক্রমণ ভাজ্জি ও যুবির

আরও পড়ুনঃ১৯৮৩-র ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের হারের কারন কী ছিল, জানালেন মাইকেল হোল্ডিং

ছবিটিতে দেখা যাচ্ছে সৌরভের বাড়িতে খেতে ব্যস্ত সচিন। খাওয়ার টেবিলে সঙ্গ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টেবিল ভর্তি খাওয়ার।  আর পিছনে দাঁড়িয়ে গোটা ব্যাপারটা তদারকি করছেন সৌরভের মা নিরুপা পঙ্গোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বাড়ির অন্যান্যরা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লিটল মাস্টার লেখেন, ‘দাদির বাড়িতে কাটানো একটা মজার সন্ধে ফিরে দেখা। ঊষ্ণ আতিথেয়তার সঙ্গে সুস্বাদু সব খাবার। আশা করি তোমার মা ভালো আছেন। উনাকে আমার প্রণাম।’  দুর্লভ সেই মুহূর্তের ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে মনে ধরেছে নেটাগরিকদের। একইসঙ্গে আরও একবার প্রমাণ পলেনে বিশ্ববাসী মাঠের বাইরেও কতটা মজুবত সচিন-সৌরভ জুটি। 

 

 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?