দুরন্ত গতির বলে ভেঙে ২ টুকরো গেইলের ব্যাট, দেখুন ভাইরাল ভিডিও

ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের সেমি ফাইনালে মজার ঘটনা। ভেঙে গেল ক্রিস গেইলের ব্য়াট। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিপিএলের পর আইপিএল দলে যোগ দেবেন গেইল।

Asianet News Bangla | Published : Sep 15, 2021 1:19 PM IST

বয়স বাড়লেও টি২০ ক্রিকেটে এখনও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্য়াটসম্যান ক্রিস গেইল, তা তিনি বারবার প্রমাণ করেছেন। ক্রিজে ব্য়াট হাতে ইউনিভার্স বস দাঁড়িয়ে থাকলে বল হাতে ছুটে যাওয়ার সময় যে কোনও বোলারই একটু হলেও চিন্তায় থাকেন। এই বুঝি বিশাল ছক্কায় আছড়ে গিয়ে পড়ল স্টেডিয়ামে বা স্টেডিয়ামের বাইরে। কিন্তু মঙ্গলবার হয়তো দিনটা ছিল না ক্রিস গেইলের। তাই বল দ্রুত গতিতেবাউন্ডারি লাইনে যাওয়ার বদলে ছিটকে গেল গেইলের ব্য়াট। 

না, ব্যাট বাউন্ডারিতে পৌছে যায়নি। বোলারের বল লেগে ২ টুকরো হয়ে যায় ক্রিস গেইলের ব্য়াট। হাতে থেকে যায় শুধু ব্যাটের হ্যান্ডেল। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগের সেমি ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল  সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্য়াচের চতুর্থ ওভারে বল করছিলেন গায়ানার ওডিয়ান স্মিথ। ওভারের দ্বিতীয় বলে হিট করতে গিয়ে ব্য়াট ভেঙে দু-টুকরো হয়ে যায় ইউনিভার্স বসের। ব্য়াটের বেশিরভাগ অংশ ছিটকে বেরিয়ে যায়। 

 

 

যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইউনিভার্স বসের ব্য়াট দু টুকরো হওয়ার ভিডিও দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। একইসঙ্গে ওডিয়ান স্মিথের দ্রুত গতির বলের প্রশংসা করেছেন সকলে। সিপিএলের ফাইনালের পরই আইপিএল দল পঞ্জাব কিংসে যোগ দেবেন ক্রিস গেইল। প্রথম পর্বে ভালো ফর্ম ছিলেন ক্যারেবিয়ান তারকা। দ্বিতীয় পর্বেও গেইলের রানের ঝড় দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Share this article
click me!