বিশ্রামে বিরাট , অধিনায়ক রোহিত শর্মার রংবাজি ভারতীয় দলে

  • ভারতীয় দলের অধিনায়কত্ব সম্মানের বলছেন রোহিত
  • আসন্ন টি২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত
  • বিশ্রাম বিরাটের দলের দায়িত্বে হিটম্যান
  • গোলাপী বলের টেস্ট খেলতে মুখিয়ে ভারতীয় ওপেনার
     
Anirban Sinha Roy | Published : Nov 1, 2019 11:04 AM

একটি ম্যাচে হোক বা একশোটি ম্যাচ, ভারতের জন্য অধিনায়কত্ব করাটা সব সময় এখটা গর্বের বিষয়। আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে ভারতের হয়ে বিরাট কোহলির জায়গায় অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিরাট বিশ্রাম নেওয়ায় দলের দায়িত্ব নেবেন সহ-অধিনায়ক রোহিত। আর অধিনায়ক হিসাবে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়াটা একটা অন্যরকমের অনুভূতি বলে শুক্রবার জানালেন হিটম্যান। একই সঙ্গে ভারতের হয়ে রাত দিনের টেস্ট ম্যাচ খেলতেও মুখিয়ে আছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন, দূষণ নিয়ে সমস্যা নেই দলের, বলছেন নেতা রোহিত, বাংলাদেশ ক্রিকেটারের মুখে মুখোশ

Latest Videos

বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর বিরাটের অধিনায়কত্ব নিয়ে উঠে গিয়েছিল অনেক প্রশ্ন। সেই জায়গায় রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়ার কথা তুলেছেন অনেকেই। তবে নির্বাচকরা সেটা করেননি। তবে রোহিতকে সব সময় কোহলির ডেপুটি হিসাবে রেখে দেওয়া হয়েছে ভারতীয় দলে। আর কোহলির অবর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন ভারতীয় ওপেনার। এবারও বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে অধিনায়কত্ব করবেন রোহিত। আর সেই নিয়ে শর্মা বলেন, 'অধিনায়কত কে হবে সেটা তো সবসময় নির্বাচকরা ঠিক করে দেন। সেটা আমাদের হাতে থাকে না। তাই একটি হোক বা একশোটা ভারতের হয়ে অধিনায়কত্ব করাটা সব সময় গর্বের ও সবসময় একটা আলাদা স্বীকৃতি। কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছি বলে এমনটা নয় যে আগামী দিনে আমি অধিনায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বসে আছি। আমাকে যা কাজ দেওয়া হচ্ছে সেটা আমি খুশি আনন্দের সঙ্গে ভালো করে করার চেষ্টা করি। আর সেটাই আমার লক্ষ্য।'

আরও পড়ুন, গোলাপী বলে ব্যাটিং নিয়ে বিরাট-রোহিতদের টিপস দিলেন সচিন
একই সঙ্গে ভারত ও বাংলাদেশের প্রথম গোলাপী বলে টেস্ট নিয়ে মুখ খোলেন রোহিত। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ খেলেতে মুখিয়ে আছেন রোহিত। এই ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি খেলার জন্য মুখিয়ে আছি। এটা একটা ভালো সুযোগ পিঙ্ক বলে খেলে নেওয়ার। দলীপ ট্রফিতে একবার খেলেছিলাম। এবার আন্তর্জাতিক ক্রিকেট খেলবো। নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে হবে।'

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury