ইডেনে আইপিএলের দুটি ম্যাচ, কলকাতার ক্রিকেট প্রেমিদের জন্য রয়েছে আরও সুখবর

Published : Apr 24, 2022, 04:47 PM ISTUpdated : Apr 24, 2022, 05:32 PM IST
ইডেনে আইপিএলের দুটি ম্যাচ, কলকাতার ক্রিকেট প্রেমিদের জন্য রয়েছে আরও সুখবর

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর প্লে অফ ও এলিমিনেটর ম্য়াচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। দর্শকভর্তি স্টেডিয়ামে হবে ম্য়াচ। জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল ২০২২-এ কলকাতার ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএলের ম্য়াচ। জল্পনা বেশ কিছু দদিব ধরেই শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল গ্রুপ পর্বের ম্য়াচের পরে প্লে অফ পর্বে দুটি ম্যাচ পেতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সবকিছু ভিতরে ভিতরে পাকাপাকি হয়ে গেলেও অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার। অবশেষে সেই জল্পনায় খোদ শীলমোহর দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন আইপিএলের শেষ চারের লড়াইয়ে একটি প্লে অফ ম্যাচ ও একটি এলিমিনেটর ম্যাচের আয়োজন করবে কলকাতার ইডেন গার্ডেন্স। আর সবথেকে উল্লেখ যোগ্য বিষয় হল এই ম্যাচগুলি হবে সম্পূর্ণ দর্শকপূর্ণ ইডেন গার্ডেন্সে।

আইপিএলের লিগ পর্ব শেষ হবে আগামি ২২ মে। তারপর গামী ২৪ ও ২৬ মে সেই ম্য়াচগুলি আয়োজিত হবে কলকাতায়। প্রথম প্লে-অফ ম্যাচ হবে ২৪ মে। সৌরভের শহরে সেই ম্যাচ হওয়ার পর ২৬ মে সেই মাঠেই হবে এলিমিনেটর। পরের দিন আমদাবাদে হবে দ্বিতীয় প্লে-অফ। ২৯ মে আহমেদাবাদেই হবে মেগা ফাইনাল। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই-এর অ্যাপেক্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'লখনউয়ের মাঠে ২৪-২৮ মে মেয়েদের চ্যালেঞ্জার সিরিজ হবে। একানা স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলি। আইপিএলের নক আউট পর্ব হবে কলকাতা এবং লখনউয়ে। ২২ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর সেই সব ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে।'

আরও পড়ুনঃছদ্মবেশে সচিনের বাড়ি কী করতে গিয়েছিলেন এই সুন্দরী, হাতেনাতে পড়েছিলেন ধরা, জন্মদিনে জানুন অজানা কাহিনি

আরও পড়ুনঃকেন সচিন তেন্ডুলকরকে 'ক্রিকেট ঈশ্বর' বলা হয়, ৪৯ তম জন্মদিনে জানুন সেই ১০টি কারণ

প্রসঙ্গত, এর আগে করোনা পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে দুটি ভারতীয় দলের ম্য়াচ আযোজিত হয়েছে। তবে কোনওটিতেই সম্পূর্ণ দর্শক নিয়ে খেলা হয়নি। তখন তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। আইপিএল চলাকালীন দেশের করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। উদ্বেগ বা ভয়ের কোনো কারণ এই মুহূর্তে নেই। তাই আইপিএবের গ্রুপ পর্বের পরে সবকিট ম্য়াচ সম্পূর্ণ দর্শক নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘ কলকাতায় হয়নি কোনও আইপিএল ম্য়াচ। ফের আইপিএল ম্য়াচ  ইডেনে হওয়ায় খুশি তিলোত্তমার ক্রিকেট প্রেমিরা। তবে আইপিএলে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারে যাওয়ার  রাস্তা কঠিন। তবে ঘরের মাঠে দর্শক ভর্তি গ্যালারিতে কেকেআরের খেলা দেখার আশা পূরণ হয় কিনা তার উত্তর মিলব আগামি কয়েক দিনে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে