PBKS vs SRH- পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ, দুই দলের রণনীতি থেকে ম্য়াচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এ প্রথম ম্য়াচে মুখোমুখি পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs Surisers Hyderabad)। জয়ের হ্য়াটট্রিকের পর লাগাতার চতুর্থ জয় পেতে মরিয়া কেন উইলিয়ামসনের দল। অপরদিকে লড়াই দিতে প্রস্তুত মায়াঙ্ক আগরওয়ালের দলও। 
 

আইপিএল আজ সুপার সানডে। আর দুটি মেগা ফাইটের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। প্রথম ম্য়াচে মুখমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs Surisers Hyderabad)। দুটি দলই দুরন্ত ফর্মে রয়েছে। ফলে মায়াঙ্ক আগওয়াল ও কেন উইলিয়ামসনের দলের দ্বৈরথ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এখনও পর্যন্ত আইপিএল ২০২২ (IPL 2022)-এ দুটি দলই পাঁচটির মধ্যে ৩টি করে ম্য়াচে জয়ের মুখ দেখেছে। শেষ ম্য়াচে মুম্বইকে হারিয়ে একদিকে যেখানে জয়ে ফিরেছে পঞ্জাব, অপরদিকে প্রথম দুটি ম্য়াচে হারের পর শেষ তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে প্রতিযোগিতায় দুরন্ত কামব্যাক করেছে নিজামের শহরের দল। ফলে আজকের ম্যাচ জিতে দুই দলই লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া। 

দুরন্ত ছন্দে সানরাইজার্স হায়দরাবাদ-
প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচ হারের পর সকলে ধরেই নিয়েছিল এই দলটি বিগত কয়ের মরসুমের মতই সকলকে নিরাশ করবে। কিন্তু তারপরের তিনটি ম্য়াচ যেভাবে ঘুড়ে দাঁড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ তা এককথায় অনবদ্য। জয়ের হ্যাটট্রিকের পর শরীরী ভাষাই পাল্টে গিয়েছে গোটা দসলটার। শেষ ম্যাচ কেকেরের বিরুদ্ধে যেভাবে দাপটের সঙ্গে জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল, তারপর আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তারা। কদলের ব্যাটিং লাইনআপে কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আইডেন মার্করাম, নিকোলাস পুরানদের দুরন্ত ফর্ম দলকে স্বস্তিতে রেখেছে। বোলিংয়েও ওয়াশিংটন সুন্দর না থাকলেও ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মার্কো জানসেন, উমরান মালিকরা ভালো পারফর্ম করছে। সব মিলিয়ে টানা চতুর্থ জয় পেতে বদ্ধপরিকর অরেঞ্জ আর্মি।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত পঞ্জাব কিংস-
অপরদিকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে পঞ্জাব কিংস। শুধু জয়ের রাস্তাতেই ফেরা নয়, মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধওয়ান, লিয়াম লিভিংস্টোনদের দুরন্ত ফর্ম বিপক্ষকে চিন্তায় রাখার জন্য যথেষ্ট। পাশাপাশি এখনও সেরা ছন্দে না পাওয়া গেলেও জন বেয়ারস্টো, ওডিয়ান স্মিথরা ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। বল হাতেও ভালো পারফর্ম করছেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিংরা। গত ম্যাচে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন ওডিয়ান স্মিথও। স্পিন অ্যাটাকে রাহুল চচাহার গত ম্যাচে রান খরচ করলেও ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। সব মিলিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া পঞ্জাব কিংস। 

পিট রিপোর্ট-
পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্য়াচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখান উইকেট ব্যাটিং সহায়ক। পরের দিকে স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। শেষ দুটি ম্য়াচে এখানে যেই দল প্রথম ব্যাটিং করেছে তারাও জয় পেয়েছে। দুপুরের খেলা হওয়ায় শিশির সমস্যা থাকবে না। প্রথমে ব্য়াট করে বড় স্কোর করে বিপক্ষকে চাপে রাখাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্যাচ প্রেডিকশন-
হায়দরাবাদ ও পঞ্জাব দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-দুর্বলতা, গভীরতা, সাম্প্রতিক পারফরম্য়ান্স বিচার করলে মায়াঙ্ক আগরওয়ালের দলের থেকে কিছুটা কেন উইলিয়ামসনের দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃMI vs LSG- ব্যক্তিগত জীবনে কতটা বিলাসবহুল জীবন যাপন করেন কেএল রাহুল, দেখুন অদেখা সব ছবি

আরও পড়ুনঃএক সময় আইপিএল কাপিয়েছে পাকিস্তান ক্রিকেটাররা, ফিরে দেখা তাদের পারফরম্যান্স

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury