দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

Published : Apr 07, 2022, 01:38 PM IST
দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালসন ও লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG)। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে কেএল রাহুলের দল। হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া ঋষভ পন্থের দল। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।  

বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে প্রথমবার  মুখোমুখি হতে চলেছে দুই দল। তবে দুই দলের দুই অধিনায়র কেএল রাহুল ও ঋষভ পন্থ একে অপরের একাধিকবার মুখোমুখি হয়েছেন। তবে লখনউয়ের অধিনায়ক হিসেবে এই প্রথম। আইপএলে শুরুটা দুই দলই খুব একটা খারাপ করেনি। একদিকে দিল্লি ক্যাপিটালসে দুটি ম্য়াচ খেলেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও গুজরাটের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে ঋষভ পন্থের দলকে। অপরদিকে গুজরাটের বিরুদ্ধে হার দিয়ে শুরু করলেও, সিএসকে ও সানরাইজার্সকে হারিয়ে পরপর দুটি ম্য়াচ জিতেছে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আজকের  ম্য়াচ জিততে মরিয়া দুই দল।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ-
আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন  ওপেনিংয়ে কেএল রাহুল (অধিনায়ক) ও কুইন্টন ডি কক (উইকেট রক্ষক)।  মিডল অর্ডারে খেলবেন মনীশ পাণ্ডে, ইভিন লুইস ও দীপক হুডা । এছাড়া দলে থাকছেন সকলকে অবাক করা এবারের আইিপএলের রাইসিং স্টার আয়ূশ বাদোনি। দলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার।  এছাড়া বোলিং লাইনআপে স্পিন বিভাগে থাকছেন রবি বিষ্ণোই  সঙ্গে ক্রুণাল পাণ্ডিয়া তো আছেই।  পেস অ্যাটাকে অ্যান্ড্রু টাই ও আভেশ খান। 

দিল্লি ক্য়াপিটালসের সম্ভাব্য একাদশ-
লখনউ সুপার জায়ান্টসের  বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করার সম্ভাবনা বেশি পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নারের। আজকের ম্যাচ থেকে ডেভিড ওয়ার্নার যোগ দিলে ব্য়াটিং শক্তি অনেকটাই বাড়বে দিল্লির। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন মনদীপ সিং। এরপর আসবেন দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর নামতে পারেন  ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে দেখা যেতে পারে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে ও পেসার হিসেবে দেখা যাবে খালিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

প্রসঙ্গত, মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে দিল্লি ক্যাপিটালস  বনাম লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্য়াচ। কেএল রাহুল ও ঋষভ পন্থের দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে টস যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আইপিএলে সেখানে যেই দল টস জিতবে তাদেরকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃকেএল রাহুল বনাম ঋষভ পন্থের দ্বৈরথে এগিয়ে কোন দল, জানুন কী বলছে ম্যাচ প্রেডিকশন

আরও পড়ুনঃবিকিনি পরিহিত জলপরী, চিনে নিন প্য়াট কামিন্সের সুপার হট অ্যান্ড সেক্সি বান্ধবীকে

আরও পড়ুনঃকেকেআর তারকা প্যাট কামিন্সের বিলাসবহুল বাংলো, তার অন্দরমহল দেখলে অবাক হবেন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?