আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালসন ও লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG)। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে কেএল রাহুলের দল। হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া ঋষভ পন্থের দল। 

আইপিএল ২০২২-এর ১৫ তম ম্য়াচে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। ভারতীয় দলের দুই তরুণ তারকা কেএল রাহুল ও ঋষভ পন্থের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। গুজরাট টাইটানসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও, তারপর চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদকে পরপর হারিয়ে ছন্দে ফিরেছে লখনউ সুপার জায়ান্টস। অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে মরসুম শুরু করলেও, দ্বিতীয় ম্য়াচে হার্দিকের গুজরাটের কাছে হারতে হয়েছে ঋষভের দিল্লিকে। এই পরিস্থিতে একদিকে জয়ে ফিরতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, অপরদিকে জয়ের হ্য়াটট্রিক ও লিগ টেবিলের উপরে ওঠার লক্ষ্যে বদ্ধপরিকর লখনউ। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

তৃতীয় জয়ের লক্ষ্যে কেএল রাহুলের দল-
পরপর দুটি ম্য়াচ জিতে ফুরফুরে মেজাজে লখনউ সুপার জায়ন্টস। আইপিএলে তাদের প্রথম মরসুম হলেও চ্য়াম্পিয়নশিপের লক্ষ্যে অবিচল কেএল রাহুলের দল। ব্য়াট হাতে রানে ফিরেছেন রাহুল নিজেও। তবে কুইন্টন ডিকক, ইভিন লিউসরা গত ম্য়াচে রান পাননি, মনীশ পান্ডের ব্যাটে রানের খরা। এই বিষয়গুলি একটি চিন্তা বাড়িয়েছে লখনউ শিবিরের। তবে দীপক হুডা ও আয়ূশ বাদোনির ফর্ম ভরসা জোগাচ্ছে দলকে। বোলিং লাইনে জেসন হোল্ডার, আভেশ খান, অ্য়ান্ড্রু টাই, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোইদের পারফরম্যান্সও সন্তোষজনক। সব মিলিয়ে জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ।

Scroll to load tweet…

জয়ে ফিরতে মরিয়া ঋষভ পন্থের দল-
মুম্বইয়ে বিরুদ্ধে প্রথম ম্য়াচে জয় পেলেও দ্বিতীয় ম্য়াচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। কার্যত জেতা ম্য়াচ ব্য়াটসম্য়ানদের হটকারিতা ও ব্যর্থতার জেরে হাতছাড়া হয়েছে। ম্য়াচের পর দলকে কড়া কথাও শুনিয়েছেন দিল্লি কোচ রিকি পন্টিং। ফলে ব্যাটিং লাইনে ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব একটু হলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির। তবে আজকের ম্য়াচে দিল্লির ব্য়াটিং লাইনে যোদ দিতে পারেন ডেভিড ওয়ার্নার। যার ফলে ব্যাটিংয়ের শক্তি অনেকটাই বাড়বে। এছাড়া বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, শার্দুল ঠাকুর, কালিল আহমেদ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা সেরাটা দিতে প্রস্তুত। সব মিলিয়ে জয়ে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস।

Scroll to load tweet…

পিচ রিপোর্ট--
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মাঠের পিচ ব্য়াটিংয়ের জন্য আদর্শ হলেও এই পিচ থেকে পেস বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে। কারণ এই উইকেটে অতিরিক্ত বাউন্স লক্ষ্য করা যায়। প্রথমে ব্য়াট করে এই মাঠে ১৬০ থেকে ১৭০ রান গড়ে হয়ে থাকে। যা লড়াই করার জন্য যথেষ্ট। তবে পিচের খুব পরিবর্তন হয় না দ্বিতীয় ইনিংসে। ফলে রান তাড়া করতেও খুব সমস্য়া হয় না। সব থেকে বড় বিষয় ডিউ সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে।

ম্য়াচ প্রেডিকশন-
লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে টস যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আইপিএলে সেখানে যেই দল টস জিতবে তাদেরকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।