আজ আইপিএলে শারজায় মহারণ। এমএস ধোনির সিএসকে বনাম বিরাট কোহলির আরসিবি। মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাসী চেন্নাই। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া আরসিবি।
আজ আইপিএলে এমএস ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথ। শারজায় হতে চলেছে এই মেগা ফাইট। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএল ২০২১ (IPL 2021) -এর দ্বিতীয় পর্বে মরুদেশে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। দারুণ ক্রিকেট উপহার দেয় এমএস ধোনির (MS Dhoni) দল। অপরদিকে দ্বিতীয় লেগের শুরুটা খুব একটা সুখকর হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লজ্জার হারেরর সম্মুখীন হতে হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলকে। আজ শারজার ছোট মাঠে হাই স্কোরিং ম্যাচ হবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই দুই দল ব্যাটিং শক্তির উপরই নির্ভর করছে। আজকের ম্যাচ জিতে একদিকে শেষ চারের আরও কাছে যাওয়াটাই লক্ষ্য সিএসকের (CSK)। অপরদিকে কেকেআরের বিরুদ্ধে হার ভুলে জয়ে ফিরতে মরিয়া আরসিবি (RCB)।
আজকের মহারণে দুই দলের একাদশ কী হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। গত ম্য়াচে কোয়াকেন্টাই নিয়মের কারণে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের তারকা অল রাউন্ডার স্যাম কারন। কেকেআরের বিরুদ্ধে দলে খেলেছিলেন জস হ্য়াজেলউড। তার জায়গায় আজ খেলতে পারেন ইংল্যান্ড তারকা। এছাড়া চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো ও জোস হ্যাজেলউড/ স্যাম কারন। এছাড়া বোলিং লাইনে থাকবেন শার্দুল ঠাকুর, দীপক চাহার।
অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেকেআর ম্যাচের একই একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি। ম্যাচ হারলেও দলে পরিবর্তন করার পক্ষপাতি নন বিরাট কোহলি। সিএসকের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে চলেছে বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, সচিন বেবি। অলরাউন্ডারের ভূমিকায় থাকতে চলেছে কাইল জেমিসন ও ওয়ানিনডু হারসাঙ্গা। এছাড়াবোলিং লাইনে থাকতে পারেন হার্শল প্য়াটে, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।
আরও পড়ুনঃIPL 2021, CSK vs RCB- ধোনির অভিজ্ঞতা, না কোহলির আগ্রাসন, আইপিএলে শারজায় আজ মহারণ
আরও পড়ুনঃছেলের সঙ্গে সমুদ্র সৈকত থেকে রোহিতদের সঙ্গে টিম বাসে, মরুদেশে সেলফি মুডে সচিন তেন্ডুলকর
আরও পড়ুনঃটি২০ বিশ্বজয়ের ১৪ বছর - ছবিতে ছবিতে ফিরে দেখুন, ২০০৭ সালের সেই দিনের উজ্জ্বলতম মুহূর্তগুলি
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২০২১ আইপিএলে ৮টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে ধোনির দল। ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। অপরদিকে, আরসিবি ৮ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে। ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। আজকের ম্যাচ জিতলে প্লে অফের আরও কাছে চলে যাবে সিএসকে ও আরসিবি জিতলে মসৃণ হবে শেষ চারে যাওয়ার রাস্তা।