IPL 2021, KKR vs RCB-শাকিব না রাসেল, বিরাটের দলে হচ্ছে কোন পরিবর্তন, জানুন দুই দলের সম্ভাব্য একাদশ

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) দ্বিতীয় প্লে অফ। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। কেকেআর (KKR) ও আরসিবির (RCB)দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। ম্য়াচ জিতে দিল্লির মুখোমুখি হওয়াই প্রাথমিক লক্ষ্য ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ও বিরাট কোহলির (Virat Kohli) দলের।

Sudip Paul | Published : Oct 11, 2021 7:51 AM IST

প্রথম প্লে অফে দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২১-এ (IPL 2021) প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গিয়েছে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আজ আইপিএলে দ্বিতীয় প্লে অফে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠেছে ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ও বিরাট কোহলির (Virat Kohli) দল। শারজায় মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই মেগা ম্য়াচকে ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। ম্য়াচ জিতে দিল্লির মুখোমুখি হওয়াই প্রাথমিক লক্ষ্য কেকেআর ও আরসিবির।

শারজায় খেলা হওয়ায় পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেনে আজকের ম্য়াচে। কারণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে শারজার পিচ অনেক মন্থর গতির ও স্পিন সহায়ক। রান করতে যথেষ্ট কসরত করতে হচ্ছে ব্য়াটসম্যনদের। তাই প্রথম একাদশ নির্বাচনও গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ম্য়াচে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আজকের ম্য়াচে আরসিবি দলের ব্যাটিং লাইনআপে থাকতে চলেছেন বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ। দলে বোলিং লাইনে থাকছেন জর্জ গার্টন, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।

অপরদিকে, কেকআর দলে একটিমাত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। শাকিব আল হাসানের জায়গায় দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল। এছাড়া দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন শাকিব আল হাসান অথবা আন্দ্রে রাসেল। এছাড়া কেকেআরের দলে বোলিং লাইনে থাকতে পারেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, লকি ফার্গুসন।

আইপিএলের প্রথম পর্ব খুব একটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। ৭টি ম্য়াচে মাত্র ২টিতে জয় পেয়েছিল ইয়ন মর্গ্যানের দল। দ্বিতীয় পর্বে ঘুড়ে দাঁড়ায় কেকেআর। ৭টির মধ্যে ৫টি ম্য়াচে জয় পায় কেকেআর। তবে আইপিএল ২০২১-এর প্রথম পর্ব থেকেই ছন্দে ছিল আরসিবি। মাঝে একটু ফর্ম ওঠা নামা করলেও, মোটের উপর ভালো পারফর্ম করেছে বিরাট কোহলির দল। তাই দলের শক্তি ও সাম্প্রতিক ফর্ম বিচার করে কোনও ফেভারিট বাছাই করা খুব কঠিন। তবে আজকের  ম্যাচে টস যেই দল জিতবে তারা কিছুটা অ্যাডভান্টেজে থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


Share this article
click me!