আজ আইপিএলে মুখোমুখি লিগ টেবিলের একেবারে নীচের দুই দল। প্লে অফে যেতে হলে পরবর্তী ৫টি ম্যাচই জিততে হবে কেএল রাহুলের দলকে। অপরদিকে সম্মানরক্ষার লড়াই হায়দরাবাদের।
একটি দলের আইপিএল ২০২১-এর (IPL 2021) প্লে অফে যাওয়াার আশা জিইয়ে রাখতে গেলে জিততে হবে পরবর্তী সব ম্যাচ। বর্তমানে ৯ ম্যাচে তিনটি জয় নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে কেএল রাহুলের (KLRahul) পঞ্জাব কিংস (Punjab Kings)। পঞ্জাবের প্রতিপক্ষ দল ৮টি ম্যাচে জয়ের মুখ দেখেছে মাত্র একটিতে। ফলে সব ম্যাচে জিতলেও অন্য়ান্য দলগুলির খেলায় খুব অঘটন না ঘটলে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পরের রাউন্ডে যাওয়ার আশা একেবারেই নেই বলা চলে। তবে আজ শারজায় জয়ে ফিরতে মরিয়া কেএল রাহুল ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল।
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে পঞ্জাব কিংস। শেষ ওভারে ৮ উইকেট হাতে থাকা সত্ত্বেও ৪ রান করতে পারেনি তারা। তবে আডজকের ম্য়াচে দলে খুব একটা পরিবর্তন করতে নারাজ পঞ্জাব কিংসের কোচ অনিল কুম্বলে। পঞ্জাব কিংসের প্রথম একাদশে ব্যাটিং লাইনআপে থাকতে পারেন কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, আইদেন মার্করাম, নিকোলাস পুরাণ, দীপক হুডা। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন ফ্যাবিয়ান অ্যালেন ও হরপ্রীত ব্রার। এছাড়া বোলিং লাইনে থাকবেন আদিল রাশিদ, মহম্মদ শামি, ইশান পোড়েল ও অর্শদীপ সিং।
অপরদিকে, দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশেন সানরাইজার্স হায়দরাবাদের খুব একটা পরিবর্তনের সম্বাবনা নেই। দলেক ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, কেদার যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন জেসন হোল্ডার ও আবদুল সামাদ। এছাড়া বোলিং লাইনআপে থাকছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ। বর্তমানে দলের হয়ে ব্য়াট হাতে ঝোড়ো ব্য়াটিং করছেন রাশিদ খান।
আরও পড়ুনঃIPL 2021, PBKS vs SRH- কেএল রাহুল বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ, জয়ে ফিরতে মরিয়া দুই দল
আজ শারজায় মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। ছোট মাঠে হাই স্কোরিং খেলা হওয়ার সম্বাবনাই বেশি। তবে শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্য়াচে খুব একটা বেশি স্কোর হয়নি। পিচ একটু স্লো। সাহায্য পাচ্ছেন স্পিনাররা। তবে ব্যাটসম্যান সেট হয়ে গেলে বড় রান করা সম্ভব। তাই আইপিএলর গুরুত্বপূর্ণ ম্য়াচে কেএল রাহুল ও কেন উইলিয়ামসনের দলের মধ্যে আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।