কোচ হওয়ার আগেই বিশ্বকাপের ছক কষছিলেন দ্রাবিড়, সঙ্গী ছিলেন রোহিত শর্মা

দলের ব্যাটিং-এর জোর বাড়াতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা। ইনদোরে ভারতীয় ক্রিকেট টিম হারলেও দলের ব্যাটিং-এর জোর বৃদ্ধি দেখে আশাবাদী হয়েছিলেন তাঁরা। 

ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় তখনও না হলেও তিনিই যে রোহিত শর্মাদের দায়িত্ব নেবেন, সেই সিদ্ধান্ত প্রায় ঠিক হয়ে গিয়েছিল। তাই তখন থেকেই পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় খিলাড়ি রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ খেলার জন্য টিম দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর এমনটাই জানিয়েছেন বর্তমান ভারতীয় কোচ।

তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে টিম ইন্ডিয়া। কিন্তু এই পরাজয়ে একেবারেই হতাশ নন রাহুল দ্রাবিড়। কারণ, তিনি এবং রোহিত মিলে এটাই পরিকল্পনা করেছিলেন যে, বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিতে। সেই পরিকল্পনায় তাঁরা অনেকটাই সফল হয়েছেন বলে জানিয়েছেন দ্রাবিড়। সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘গত বিশ্বকাপের পরে রোহিতের সঙ্গে বসে পরিকল্পনা করেছিলাম। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে একটা লক্ষ্যে এগোতে চেয়েছিলাম। সেটা অনেকটাই হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে অনেককে খেলাতে পেরেছি।’’

Latest Videos

দলের ব্যাটিং-এর জোর বাড়াতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা। ইনদোরে ভারতীয় ক্রিকেট টিম হারলেও দলের ব্যাটিং-এর জোর বৃদ্ধি দেখে আশাবাদী হয়েছিলেন তাঁরা। দ্রাবিড়ের বক্তব্য, ‘‘দলের ব্যাটিং গভীরতা দেখে খুশি। ঋষভ, কার্তিকরা বেশি বল খেলার সুযোগ পায় না। কিন্তু এই ম্যাচে পেয়েছে। এটা ওদের পক্ষে ভালো। কারণ, কিছু বল খেলা থাকলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে। তখন বিশ্বকাপে গিয়ে প্রথম বল থেকেই অনেক বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলা যায়। ঋষভ, কার্তিক আরও কয়েকটা ওভার খেললে ভালো লাগত। শেষ দিকে হর্ষল, চাহাররাও ভাল খেলেছে। বোঝা গেছে যে, ওরাও তৈরি আছে।’’

দল ভালো খেললেও সিরিজ জিততে একটু হলেও ভাগ্যের সহায় লাগে বলে মনে করছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘‘এই ফরম্যাটে জিততে কিছুটা হলেও ভাগ্যের সাহায্য লাগে। এশিয়া কাপে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আশা করছি অস্ট্রেলিয়াতে থাকবে।’’

আরও পড়ুন-
হিমাচল প্রদেশে দশেরা উপলক্ষ্যে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী, লক্ষ্য বিধানসভা ভোট, বলছেন বিশেষজ্ঞরা
ওডিআই দল থেকে বাদ পরে নিজের যোগ্যতা নিয়ে ছিল সংশয়, তারপর কীভাবে কামব্যাক করেছিলেন দ্রাবিড়
টি২০ বিশ্বকাপে ভারতের পরিকল্পনা থেকে কারা হতে পারে দলের ম্য়াচ উইনার, জেনে নিন বিস্তারিত

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি