আজ আইপিএল ২০২২-এর প্লে অফে (IPL 2022 Playoffs) মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটানস (RR vs GT)। ম্যাচ জিতে ফাইনালে উঠতে মরিয়া সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএল ২০২২-এর প্লে অফে আজ প্রথম প্লে অফের মহারণ। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের এক ও দুই নম্বর দল গুজরটা টাইটানস এবং রাজস্থান রয়্যালস। ক্রিকেটের নন্দন কাননে ৩ বছ পর ফিরছে আইপিএলের ম্যাচ। তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। আজকের ম্যাচ যেই দল জিতবে তাড়াতা়ড়ি সরাসরি ফাইনালে পৌছে যাবে। মেগা ম্য়াচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের দল। লিগের খেলায় রাজস্থানকে হারিয়েছিল গুজরাট। তারই পুনরাবৃত্তি ঘটাতে ও ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহাদের। অপরদিকে, প্রথম পর্বের হারের বদলা ও ২০০৮ সালের পর দ্বিতীয়বার আইপিএল ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল সঞ্জু স্য়ামসন, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহলদের।
আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
এবার আইপিএলে নতুন দল হলেও সবথেকে বেশি ধারাবাহিক ক্রিকেট খেলেছে গুজরাট টাইটানস। ১৪ ম্যাচে ১০টি জয় ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে প্লে অফে পৌছেছে হার্দিক পান্ডিয়ার দল। ব্য়াটিং লাইনআপে ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়াদের ফর্ম নিশ্চিন্তে রেখেছে গুজরাট টিম ম্যানেজমেন্টকে। বোলিং লাইনআপেও দুরন্ত ফর্মে রয়েছে মহম্মদ শামি, যশ দয়াল, রাশিদ খানরা। প্লে অফে নামার আগে ইডেনে অনুশীলনেও দীর্ঘক্ষণ সময় কাটিয়েছে গুজরাট টাইটানস দল। সব মিলিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী গুজরাট।
ফাইনালে উঠতে মরিয়া রাজস্থান রয়্যালস-
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে প্রয়াত কিংবদন্তী শেন ওয়ার্নারে নেতৃত্বে একবারই ফাইনালে উঠেছিল ও চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। মাঝকে এক যুগেরও বেশি সময় ফাইনালে উঠতে পারেনি রাজস্থান। ২০২২ আইপিএল গুছিয়ে দল করার পর ১০ ম্যাচে ৯টি জয় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফে পৌছয় সঞ্জু স্যামসনের দল। ব্য়াটিং লাইনআপে জস বাটলার,যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদূত পাড়িকল, শিমরন হেটমায়াররা আরও একবার নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। বোলিংয়েও ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহলরা দুরন্ত ছন্দে রয়েছে। ফলে গুজরাটকে হারাতে বদ্ধপরিকর রাজস্থান।
পিচ রিপোর্ট-
গুজরটা টাইটানস এবং রাজস্থান রয়্যালসের ম্য়াচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এবার আইপিএলের এটাই প্রথম ম্যাচ ইডেনে। ফলে পিচের চরিত্র কেমন থাকবে তা নিয়ে একটা জল্পনা রয়েছে। এখনও পর্যন্ত বাইরে থেকে পিচ দেখে যা মনে হচ্ছে ব্যাটিং সহায়ক উইকেট হবে ইডেনে। হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে পিচ থেকে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে।
ম্যাচ প্রেডিকশন-
হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা নিজের দৌলতে একাই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে সক্ষম। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলেও খুব একটা তফাৎ নেই। দুই দলের সাম্প্রতিক ফর্ম বিচার করলে একটু এগিয়ে গুজরাট। ইডেনে প্লে অফের মহারণেও আজ হার্দিক পান্ডিয়ার দলকেই একটু এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।