এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জঘন্য পারফরম্য়ান্স, এবার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী

এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতীয়  দলের (Team India) খারাপ পারফরম্য়ান্স নিয়ে লাগাতার চলছে সমালোচনা। এবার টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। বললেন কেন মহম্মদ শামিকে (Mohammed Shami)দলে নেওয়া হল না। 
 

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকেই উঠছিল নানা প্রশ্ন। এবার প্রতিযোহিতার সুপার ফোর রাউন্ডে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর সেই প্রশ্ন আরও প্রকট হয়ে দেখা দিল। গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপের শুরুটা ভালোই করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সুপার ফোরে এসেই পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার দলকে। দলের পেস বোলিং লাইনের ব্যর্থতা নিয়ে হচ্ছে সমানে কাটাচেরা। এবার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন খোদ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। জসপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে যাওয়ার পরও কেন মহম্মদ শামিকে দলে নেওয়া হল তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রবি শাস্ত্রী।

ভারতীয় দলের এই পারফরম্যান্স আশানরুপ নয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছে বিরাট-রোহিতদের প্রাক্তন হেডস্যার। এছাড়া রবি শাস্ত্রী বলেছেন,'জিততে চাইলে আগে থেকে সঠিক প্রস্তুতি নিতে হয়। আমার মনে হয়, আরও ভাল দল নির্বাচন করা যেত, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। মাত্র চারজন ফাস্ট বোলারকে নিয়ে এশিয়া কাপ খেলতে আসছে ভারত, এটা দেখে আমার খুবই অবাক লেগেছিল। মহম্মদ শামির মতো একজন বাড়িতে বসে রয়েছে, দেখে অবাক হয়ে যাচ্ছি। বিশেষত, আইপিএলে এত ভাল খেলার পরেও কেন দলে শামিকে নেওয়া হল না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।' এছাড়া শাস্ত্রী বলেছেন,'আর এক জন ফাস্ট বোলারকে দলে রাখা খুবই দরকার ছিল। একজন পেসার যদি কোনও কারণে ছিটকে যায়, তার বদলে স্পিনারকে খেলিয়ে সমস্যায় পড়তে পারে দল। সেই কথা মাথায় রেখে দল নির্বাচন করা উচিত ছিল।' এর পাশাপাশি জাডেজার না থাকা আবেশ খানের অসুস্থতাও দলের সমস্যা বাড়িয়েছে বলে মেনে নিয়েছেন রবি শাস্ত্রী।  

Latest Videos

প্রসঙ্গত, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়র দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান ভারতীয় ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। এছাড়া ৩৪ রান করেন সূর্যকুমার যাদব। এছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দিলশান মাদুশাঙ্কা নেন ৩টি উইকেট। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় লঙ্কান লায়ন্সরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন কুশল মেন্ডিস ও ৫২ রান করেন পাথুম নিসাঙ্কা। শেষের দিকে দাসুন শানাকার ৩৩ ও ভানুকা রাজাপক্ষের ২৫ রানের ইনিংসে জয় পায় শ্রীলঙ্কা। 

আরও পড়ুনঃএশিয়া কাপে খারাপর পারফরম্য়ান্স, টি২০ বিশ্বকাপের আগে কতটা চিন্তা বাড়াল, কী বলছেন রোহিত শর্মা

আরও পড়ুনঃএশিয়া কাপে ভারতের খেলা দেখে টি২০ বিশ্বকাপ নিয়ে চিন্তায় গাভাসকর, বলে দিলেন ঘুড়ে দাঁড়ানোর রাস্তা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury