রোহিত শর্মার ঝুলিতে আরও এক রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শর্মা-জি

একের পর এক নয়া রেকর্ড গড়ার লক্ষ্যে রোহিত শর্মা। লখনউতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে এবার এক নতুন রেকর্ড গড়লেন হিটম্যান। এই নয়া রেকর্ড ঝুলিতে আনতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৩৭ রানের। এদিন সিরিজের প্রথম টি-২০ খেলতে নেমেই ৩৭ রানের গণ্ডি টপকে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী হলেন রোহিত শর্মা। 
 

সম্প্রতি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে টি-২০ ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব হাতে পেয়েও ক্রিকেটের মাঠে নিজের দাপট বজায় রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হওয়া প্রথম সিরিজেই নিজের ঝুলিতে আরও এক রেকর্ড এনে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেললেন হিটম্যান। এক্ষেত্রে শুধু বিরাটই নন, সেইসঙ্গে নিউজিল্যান্ডের দাপুটে প্লেয়ার মার্টিন গাপ্তিলের রেকর্ড (Martin Guptil's Record) ও ভেঙেছেন রোহিত (Rohit Sharma)। উল্লেখ্য, ইন্ডিয়া- ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মার্টিন গাপ্তিলের রেকর্ড ভেঙে টি- ২০ ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়ার লক্ষ্যে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।  পৌঁছাতে বিরাটের ঝুলিতে দরকার ছিল মাত্র ৪ রান। তবে সেই সিরিজের ম্যাচ এবং চলতি সিরিজ খেলছেন না বিরাট। এরই মাঝে দুই প্রথম সারির ক্রিকেটারের রেকর্ড ভেঙে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)।  

এক নজরে টি-২০ ক্রিকেটের রেকর্ড:

Latest Videos

রোহিত শর্মা- ৩৩০৭ রান, ১২৩ টি ম্যাচ 
মার্টিন গাপ্তিল- ৩২৯৯ রান, ১১২ টি ম্যাচ 
বিরাট কোহলি- ৩২৯৬ রান, ৯৭ টি ম্যাচ 

আরও পড়ুন- ব্য়াটে-বলে দুরন্ত ভারত, প্রথম টি২০-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬২ রানে জয়

আরও পড়ুন- ক্যাসিনোর বিজ্ঞাপনে সচিনের বিকৃত ছবি, আইনি ব্যবস্থা ক্ষুব্ধ-ব্যথিত মাস্টার ব্লাস্টারের

আরও পড়ুন- 'তাঁর খেলা দেখেই বড় হয়েছি', শিলিগুড়ির মেয়ে রিচার আদর্শ ধোনি

টি- ২০ ক্রিকেটে মার্টিন গাপ্তিলের রেকর্ড 

কিউয়ি প্লেয়ার মার্টিন গাপ্তিল (Martin Guptil) ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১১২টি টি-২০ ম্যাচ খেলে মোট ৩২৯৯ রান এনেছেন নিজের ঝুলিতে। মার্টিন গাপ্তিলের সর্বাধিক রান ১০৫ এবং স্ট্রাইক রেট ১৩৬.৭১। এছাড়া ২৮৭ টি চার এবং ১৬৫ টি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে তাঁর। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটের এখন ও মার্টিন গাপ্তিলই (Martin Guptil)। 

টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ড 

মাঝের বেশ কিছুদিন বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে ক্ষরা লেগে থাকলেও এক সময়ের বিধ্বংসী ইনিংস খেলার ক্ষেত্রে ছিল তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি হয়ে ইন্ডিয়া- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিরাটের কাছে ছিল টি-২০ ক্রিকেটের সর্বাধিক রানের রেকর্ড গড়ার হাতছানি। লক্ষ্যে পৌঁছাতে দরকার ছিল মাত্র চার রান। তবে শেষ ম্যাচ এবং চলতি সিরিজ না খেলায় সেই রেকর্ড এখনও অধরা কোহলির। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট (Virat Kohli) মোট ৯৭ টি ম্যাচ খেলে নিজের ঝুলিতে এনেছেন ৩২৯৬ রান। সর্বাধিক রান ছিল ৯৪ এবং স্ট্রাইক রেট ১৩৭.৬৭। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৯৮টি চার এবং ৯২টি ছক্কা হাঁকিয়েছেন বিরাট (Virat Kohli)। 

টি- ২০ ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড 

বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মোট ১২৩ টি ম্যাচ খেলে নিজের ঝুলিতে এনেছেন টি- ২০ ক্রিকেটের সর্বাধিক রানের রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে হওয়া চলতি সিরিজে নামার আগে এই রানের রেকর্ড গড়তে রোহিতের দরকার ছিল ৩৭ রান এবং সিরিজের প্রথম ম্যাচেই সেই রেকর্ড গড়ার লক্ষ্যে সফল রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে তাঁর ঝুলিতে মোট ৩৩০৭ রান এবং সেইসঙ্গে ১৫৫ টি ছক্কা হাঁকানোর নজির রয়েছে হিটম্যানের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury