Rohit Sharma: টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক তিনি, কোহলি প্রসঙ্গে কী জানালেন রোহিত

Published : Jan 16, 2022, 01:48 PM IST
Rohit Sharma: টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক তিনি, কোহলি প্রসঙ্গে কী জানালেন রোহিত

সংক্ষিপ্ত

টি২০ (T20)ও ওয়ান ডে (One Day) ক্রিকেট দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন। ট্যুইট করে জানালেন সিদ্ধান্তের কথা। স্বাগত জানাল বিসিসিআই (BCCI)। বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

যতই তারা মুখে বলুক নে কেন তাদের সম্পর্কে কোনও ফাটল নেই, তা পুরোপুরি মধুর। তা আদতে ড্যামেজ কনট্রোল হিসেবেই দেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma)মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়ে জল্পনা নতুন নয়। কিন্তু সম্প্রতি একদিনের দল থেকে বিরাট কোহলিকে সরিয়ে বিসিসিআইয়ের রোহিত শর্মাকে নেতা করাপ পর সেই ছাইচাপা আগুনে নতুন করে ঘৃতাহুতি হয়। বিরাট বনাম রোহিত (Virat vs Rohit)নিয়ে সোশ্যাল মিডিয়াতেও দ্বন্দ্বে জড়াতে দেখা যায় ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের ভক্তদের। কিন্তু শনিবার সন্ধ্যেতে যেভাবে বোমা ফাটিয়ে আকস্মিক টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি, তারপর ভারতীয় সাদা বলের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার কী প্রতিক্রিয়া তা জানার জন্য ব্যকুল হয়েছিল ক্রিকেট বিশ্ব। অবশেষে বিরাট কোহলির সিদ্ধান্তের ১৬ ঘণ্টা পর প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা।

বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়কত্ন ছাড়ার পর সেই সিংসনেও যে রোহিত শর্মাই বসতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ।  কারণ এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেট অঅধিনায়কও তিনি। টেস্ট দলে অপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ও অজিঙ্কে রাহানের দলে জায়গা নিয়েই রয়েছে অনিশ্চিয়তা। ফলে ভারতীয় ক্রিকেটে তিন ফর্ম্যাটেই রোহিতের অধিনায়ক হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় কিন্তু বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত অবাক করেছে রোহিত শর্মাকে। অন্তত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে প্রতিক্রিয়া দিয়েছেন 'হিটম্যান' তাতে সেটাই বোঝা যাচ্ছে। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে রোহিত শর্মা লিখেছেন,‘বিস্মিত!! ভারত অধিনায়ক হিসেবে সাফল্যের জন্য অভিনন্দন।’ অর্থাৎ বিরাটের এই সিদ্ধান্তে রোহিতও বিস্মিত।

 

 

প্রসহ্গত, সীমিত ওভারের ক্রিকেট অর্থাৎ সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্য়াটসম্যানদের মধ্যে অন্যতম রোহিত শর্মা সেবিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে গতবছর পর্যন্ত তিনি দলের নিয়মিত সদস্য ছিলেন না। শেষ কয়েকটি সিরিজে রান পেয়েছিলেন বিরাট। তারপর থেকেই টেস্ট দলের দরজা খুলে যায় মুম্বইকরের। ফলে ক্রিকেটের সবথেকে দীর্ঘতম ফর্ম্যাটে জাতীয় দলের দায়িত্ব নিতে কতটা প্রস্তুত রোহিত শর্মা, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। রোহিত শর্মা এই বিষয়ে এখনও কোনও মুখ না খুললেও তার ছোটবেলার কোচ দীনেশ লাড কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, তার শিষ্য ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নিতে প্রস্তুত।  রোহিত দায়িত্ব নিতে জানে ও ব্য়াটিংয়েও তার কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দীনেশ লাড। ফলে রোহিত শর্মা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলে সচিন তেন্ডুলকরের পর ২২ বছর বাদে কোনও মুম্বইকর ফের লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন দেশকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ফের ব্যর্থ শুবমান, দ্বিতীয় টি-২০ ম্যাচে হার ভারতের