আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন রোহিত, জিতলেন বিরাট, চাহারও

Published : Jan 15, 2020, 01:00 PM ISTUpdated : Jan 15, 2020, 01:10 PM IST
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন রোহিত, জিতলেন বিরাট, চাহারও

সংক্ষিপ্ত

আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত রোহিত শর্মা ২০১৯ সালে দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় ওপেনার একদিনের ক্রিকেটে গত বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত আইসিসি-র বর্ষসেরাদের তালিকায় বিরাট কোহলি, দীপক চাহার

আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রোহিত শর্মা। ২০১৯ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ভারতীয় ওপেনার। দুরন্ত এই পারফরম্যান্স-এরই স্বীকৃতি পেলেন হিটম্যান। ২০১৯ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপেও দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। টুর্নামেন্টে মোট সাতটি শতরান করেছিলেন তিনি। 

এর পাশাপাশি ভারত অধিনায়ক বিরাট কোহলি 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার পাচ্ছেন। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো স্টিভ স্মিথকে অভিবাদন জানানোর জন্য দর্শকদের উদ্বু্দ্ধ করেছিলেন ভারত অধিনায়ক।  প্রতিপক্ষ দলের ক্রিকেটারের প্রতি এই সম্মান দেখানোর জন্য় কোহলিকে সম্মানিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানেকে বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার এই নতুন তারকা। মাত্র ১১টি ম্যাচে ১১০৪ রান করেছেন তিনি।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস-কে 'ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার' ক্রিকেটার হিসেবে বেছে নিয়ে স্যর গ্যারফিল্ড সোবার্স ট্রফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আর আইপিএল-এ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া প্যাট কামিন্স-কে বছরের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত মরশুমে টেস্ট-এ মোট ৫৯টি উইকেট নিয়েছিলেন কামিন্স। পুরস্কার প্রাপকদের তালিকায় অবশ্য আরও এক ভারতীয় রয়েছেন। 

আরও পড়ুন- জোড়া শতরানে পিষে গেল বিরাট-বাহিনী, একডজন ওভার হাতে বাকি থাকতেই খেল খতম

আরও পড়ুন- দর্শকদের খোলানো হল কালো পোশাক, তীব্র বিতর্কে ওয়াঙ্খেড়ে স্টেডিয়াম

ভারতীয় পেসার দীপক চাহারকে টি টোয়েন্টি ক্রিকেটে সেরা পারফরম্যান্স-এর পুরস্কার দিচ্ছে আইসিসি। বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে মাত্র সাত রান দিয়ে হ্য়াটট্রিক সহ ৬ উইকেট নেন চাহার।

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড