'মুলতানে ৩০৯ রানের ইনিংস বাবা-মায়ের কর্মের সুফল পেয়েছিল সেওয়াগ', অদ্ভুত মন্তব্য সাকলিন মুস্তাকের

  • পাকিস্তানের বিরুদ্ধে ২০০৪ সালে মূলতানে ৩০৯ করেছিলেন সেওয়াগ
  • সেই ইনিংসের থেকে সচিনের ১৯৯৯ সালে চেন্নাইয়ের ১৩৬ রানের ইনিংস এগিয়ে
  • এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা স্পিনার সাকলিন মুস্তাক 
  • একইসঙ্গে সেওয়াগের ইনিংসকে এক অদ্ভুত আখ্যা দিয়েছেন পাক স্পিনার
     

ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার ছিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছিলেন তিনি। নিজের মত করে সেই সংজ্ঞা লিখেছিলেন বীরু। টেস্টে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক সেওয়াগ। তার মধ্যে একটি করেছিলেন ২০০৪ সালে পাকিস্তানে বিরুদ্ধে মূলতানে। সেদিন একাই সেওয়াগ পাকিস্তানি বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়ছিলেন। কিন্তু সেওয়াগের সেই ইনিংস সম্পর্কে বলতে গিয়ে এবার অদ্ভুত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার সাকলিন মুস্তাক।

আরও পড়ুনঃঅ্যাসেজের সমান ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উত্তেজনা, মন্তব্য স্টিভ ওয়ার

Latest Videos

এক সাক্ষাৎকারে সেওয়াগের পাকিস্তানের বিরুদ্ধে করা ট্রিব সেঞ্চুরি নিয়ে বলতে গিয়ে সাকলিন মুস্তাক বলেন,' ওটা ছিল প্রথম দিনের উইকেট। প্রথম ইনিংস সেওবাগের ওপর তেমন কোনো চাপ ছিল না। আর আমাদের দলের অন্যতম পেসার শোয়েব আখতার চোটে আক্রান্ত ছিল। আমার মনে হয় ওই দিন সবকিছু সেহবাগের পক্ষে ছিল। একে তো পাটা উইকেট। তার ওপর পারিপার্শ্বিক পরিস্থিতিও ছিল ওর পক্ষে। আমাদেরও খুব একটা ভালো প্রস্তুতি ছিল না। তাছাড়া সেহবাগের বাবা-মা ভাল কর্মের সুফল সেদিন ও ভোগ করেছিল। বা হয়তো ওরই কোনো ভালো কাজ ছিল। তাই ওরকম একটা ট্রিপল সেঞ্চুরি হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ওরকম ট্রিপল সেঞ্চুরি করতে পারলে আলাদা ব্যাপার ছিল। কিন্তু ও করেছিল প্রথম ইনিংসে। তবে আমি বলছি না সেওয়াগ খারাপ ব্যাটসম্যান। ও গ্রেট।'

আরও পড়ুনঃফের 'দাদাগিরি',তিন মাস সময় পেলে এখনও দেশের হয়ে টেস্টে রান করার ক্ষমতা রাখি, বললেন সৌরভ

আরও পড়ুনঃএবার করোনা ভাইরাসের আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী

একইসঙ্গে সেওয়াগের করা ৩০৯ রানের মূলতানের ইনিংসের থেকে ১৯৯৯ সালে চেন্নাইতে করা সচিনের ১৩৬ রানের ইনিংসকে এগিয়ে রেখেছেন সাকলিন মুস্তাক। তার কথায়, ১৯৯৯ সালের সেই চেন্নাই টেস্টে টানটান উত্তেজনার মধ্যে ১২ রানে জিতেছিল পাকিস্তান। সেই নাটকীয়তার মধ্যে সচিনের ইনিংস এসেছিল বলেই তা বেশি মূল্যবান বলে মনে করছেন পাক অফস্পিনার। সাকলিন বলেছেন,'চেন্নাই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে সচিনের ইনিংসকে সহবাগের ত্রিশতরানের চেয়ে এগিয়ে রাখছি। কারণ, আমরা সে বার পুরো প্রস্তুতি নিয়ে ভারতে গিয়েছিলাম। আর সেই ম্যাচে রীতিমতো লড়াই চলেছিল। যা যুদ্ধের মতোই। বাস্তব হল, সচিনের সেই ইনিংস এসেছিল পিঠে ব্যথা নিয়ে।' কিন্তু সেওয়াগের ইনিংসকে যেভাবে সাকলিন তার মা-বাবার ভাল কর্মের সুফল বলেছেন, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, সচিন, সেওয়াগ দুজনের ইনিংসই গ্রেট। যেহেতু ১৯৯৯- তে পাকিস্তান জিতেছিল আর মূলতানে ভারত জিতেছিল সেই কারণেই চেন্নাই টেস্টকে এগিয়ে রাখলেন?
 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul