প্রিয় দাদির জন্মদিনে সচিন ফিরলেন অনুর্ধ্ব-১৫'র দিনে, ভক্তরাও হলেন নস্টালজিক

Published : Jul 08, 2019, 05:59 PM ISTUpdated : Jul 08, 2019, 06:00 PM IST
প্রিয় দাদির জন্মদিনে সচিন ফিরলেন অনুর্ধ্ব-১৫'র দিনে, ভক্তরাও হলেন নস্টালজিক

সংক্ষিপ্ত

তিন দশকের বেশি সময় ধরে বন্ধু সচিন ও সৌরভ সোমবার সৌরভের ৪৭তম জন্মদিন এই বিশেষ দিনে শুধু বন্ধুকেই নয়, ভক্তদের জন্যও এক দারুণ উপহার দিলেন সচিন ভারতীয় সমর্থকরা হয়ে পড়লেন নস্টালজিক

তিন দশকের বেশি পুরনো তাঁদের বন্ধুত্ব। বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ওপেনিং জুটি - সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সৌরভের ৪৭তম জন্মদিন। আর এই বিশেষ দিনে প্রিয় বন্ধুর সঙ্গে বহু পুরনো এক ছবি সে.য়ার করলেন সচিন। যার সূত্র ধরে ভারতীয় সমর্থকরা নস্টালজিয়া সরণি ধরে পিছিয়ে গেলেন অনেকটা পথ।

আরও পড়ুন ৪৭-এ পা, জন্মদিনে নতুন যাত্রা শুরু সৌরভের

আরও পড়ুন - দাদা না ধোনি, ভাঙন ধরাতে চেষ্টা করল আইসিসি! ভক্তেরা দিলেন উপযুক্ত জবাব

আরও পড়ুন - শুভ জন্মদিন ধোনি - ৩৮-এ পা দেওয়ার বিশেষ দিনে দেখে নিন তাঁর বিরল ২৫টি ছবির ভিডিও

অনুর্ধ্ব-১৫ অর্থাত যখন সচিন-সৌরভ দুজনের বয়সই ১৫-ও পার হয়নি তখন থেকেই বন্ধু তাঁরা। সেই সময়েরই একটি ছবি এদিন সচিন পোস্ট করেন। সেই সময়ে তাঁদের পরিচয় নেহাতই দুই অত্যন্ত প্রতিভাবান উঠতি ক্রিকেটার। সঙ্গে সচিন লিখেছেন, 'শুভজন্মদিন দাদি। সেই অনুর্ধ্ব-১৫'তে তোমার সঙ্গে খেলার দিন থেকে আজ তোমার সঙ্গে ধারাভাষ্য করার দিন পর্যন্ত এক দুর্দান্ত যাত্রা। সামনের দিনগুলো দারুণ কাটুক।'

সচিন-সৌরভের ওপেনিং জুটিকে ব্যাট করতে দেখতে দেখতে যাঁরা বড় হয়েছেন, ভারতীয় ক্রিকেটের সেইসব ভক্তের কাছে এই ছবিটি দুর্মূল্য। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৩৬টি ইনিংসে ওপেন করেছিলেন সচিন-সৌরভ জুটি। ৬,৬০৯ রান করেছিলেন ৪৯.৩২ গড়ে। জুটির সর্বোচ্চ রান ২৫৮। সেই সঙ্গে ২১টি শতরানের জুটি গড়েছিলেন। যা এখনও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ। 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে