জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন কোহলি,সচিন সহ ভারতীয় ক্রিকেটাররা

  • মঙ্গলবার দেশ জুড়ে পালিত হল কৃষ্ণ জন্মাষ্টমী
  • তবে করোনা আবহে এবছর সাড়ম্বর অনেক কম
  • সোশ্যাল মিডিয়ায় সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা
  • জানালেন ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা
     

শ্রী কৃষ্ণের জন্মতিথিতে সারা ভারত জুড়ে পাতিল হয় জন্মাষ্টমী৷ এবছর করোনা ভাইরাস থাবা বসিয়েছেন সকল ধর্মীয় অনুষ্ঠানেও। মঙ্গলবার দেশ জুড়ে জন্মাষ্টমী পালন করা হলেও, অন্যান্য বছরের তুলনায় এবছর সাড়ম্বর ছিল অনেক কম। বিশ্ব মহামারীর প্রভাবে সেভাবে জাঁকজমকের সঙ্গে জন্মাষ্টমী পালন করেনন ভারতীয় ক্রিকেটাররাও। তারপরও সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। সকলরে জন্য মঙ্গল কামনাও করেন তারকা ক্রিকেটাররা।

আরও পড়ুনঃফ্র্যাঞ্চাইজির নিষেধাজ্ঞা,তারপরও পরিবারকে সঙ্গে রাখার অভিনব ব্যবস্থা করলেন রায়না

Latest Videos

আরও পড়ুনঃস্ত্রী মাস্ক না পড়ায় পুলিসের সঙ্গে চরম বিবাদ রবীন্দ্র জাদেজার, হাসপাতালে ভর্তি মহিলা কনস্টেবল

জন্মাষ্টমী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানান কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। সুন্দর একটি ছবি শেয়ার করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,'আপনাদের সকলকে শ্রী কৃষ্ণজন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা'।

 

 

জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি লিখেছেন,'জন্মাষ্টমীর শুভ উপলক্ষে সকলকে শুভেচ্ছা। এই শুভ দিনে প্রার্থনা করি আপনার জীবন শান্তি, ভালবাসা, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।'     

 

 

ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন চলতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় অল-রাউন্ডার যুবরাজ সিংও৷ শুভ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। যুবরাজ টুইটে লিখেছেন,'আপনাকে এবং আপনার পরিবারকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভগবান কৃষ্ণ সকলকে সুখ এবং হাসি দিয়ে আশীর্বাদ করুন।'

 

 

ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধওয়ানও শুভ জন্মাষ্টমি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাধা কৃষ্ণের একটি সুন্দর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শিখর ধওয়ান লিখেছেন,'আজ আমাদের সকলের জন্য শুভ জন্মাষ্টমী। সকলকে অনেক শুভেচ্ছা।'

 

 

করোনা ভাইরাসের কারণে এবছর জন্মাষ্টমীতে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সকলেই। চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নাও তাঁর ভক্তদের শুভেচ্ছা জানাতে সোশাল মিডিয়াকে বেছে নিয়েছেন৷ টুইটারে সুরেশ রায়না লিখেছেন,'সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভগবান শ্রী কৃষ্ণ সবসময় আপনার ও আপনার পরিবারের সঙ্গে রয়েছে। জয় শ্রী কৃষ্ণা।' 

 

 

সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷ টুইটারে তিনি লেখেন,'প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই বছর মুম্বইয়ের সাধারণ মানুষ দহি হান্ডি উদযাপন মিস করবেন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন৷'

 

 

জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীও৷ টুইটারে তিনি লিখেছেন, ‘জন্মাষ্টমীর শুভ উপলক্ষে ভগবান কৃষ্ণ আপনার জীবনকে সমৃদ্ধ করুন এবং আপনাকে পুণ্য ও ন্যায়পরায়ণতার পথে পরিচালিত করুন।’

 

 

সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির পুজোর ভিডিও শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। সেখানে স্বয়ং পুজো করতে দেখা যায় বীরেন্দ্র সেওয়াগকে।

 

সোশ্যাল মিডিয়ায় সকলেক শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের আরেক প্রাক্তন ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সুন্দর একটি ছবিও শেয়ার করেন গৌতম গম্ভীর।

 

আরও পড়ুনঃসমীক্ষায় প্রমাণিত বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেটার কোহলি,জেনে নিন আরও কারা রয়েছে তালিকায়

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়