ধোনির সুখ-দুঃখের সঙ্গী তিনি, অবসরের পর আবেগঘন বার্তায় কি জানালেন সাক্ষী

  • সকলকে চমক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি
  • প্রাক্তন ভারত অধিনাকের অবসর ঘোষণায় ভারাক্রান্ত ক্রিকেট বিশ্ব
  • সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন ধোনির সব থেকে কাছের মানুষ সাক্ষী
  • তুমি যা অর্জন করেছো তা নিয়ে গর্ব করা উচিৎ বলে জানিয়েছেন ধোনির স্ত্রী
     

স্বাধীনতা দিবসের সন্ধায় আকস্মিকভাবে এল দুঃখের খবরটা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে মানুষটা সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নয়, সেই মানুষটা সকলকে চমক দিয়ে সোশ্যাল মিডিয়াতেই জানালেন তার অবসরের খবরটা। মুকেশের 'মে প্যাল দো প্যালকা শায়ের হু' সঙ্গে নিজের ক্রিকেট জীবনের কোলাজ তুলে ধরেন মাহি। একই সঙ্গে পোস্টে ধোনি লেখেন,'আপনাদের ভালোবাসা এবং সর্বত্র সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আজ ১৯:২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করবেন৷'

আরও পড়ুনঃটেস্ট ক্রিকেট থেকে ওডিআই-টি২০, একঝলকে ফিরে দেখা মাহির আন্তর্জাতিক কেরিয়ার

Latest Videos

ধোনির অবসর ঘোষণার পর প্রতিক্রিয়া আসতে শুরু করে ক্রিকেট বিশ্ব জুড়ে। তার অসামান্য কেরিয়ারের জন্য তাকে শুভেচ্ছা জানান সকলে। কিন্তু একজনের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেছিলেন সকলেই। তিনি ধোনি স্ত্রী সাক্ষী। অবশেষে আসে সেই প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী ধোনি হার্ট ইমোজি এবং ভাঁজ হাতের ইমোজি দিয়ে লেখেন,'ধন্যবাদ'৷ রাঁচির ফার্ম হাউসে ধোনির একটি পিছন দিক করে বসে থাকা ছবি পোস্ট করে সাক্ষী লেখেন,'যা তুমি অর্জন করেছ, তাই নিয়ে তোমার গর্ব করা উচিত । অনেক অভিনন্দন, যে তোমার খেলাকে তুমি তোমার সেরাটা দিয়েছ । আমি তোমাকে আর তোমার সাধনাকে নিয়ে গর্বিত । তোমার সবচেয়ে কাছের জিনিসটাকে বিদায় জানানোর জন্য চোখের জল জমিয়ে রেখেছিলে তুমি, এ বিষয়ে আমি নিশ্চিত ।'

 

 

আরও পড়ুনঃসচিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছিলেন, ধোনির অবসরে ভারাক্রান্ত মাস্টার ব্লাস্টার

আরও পড়ুনঃসৌরভ যে 'দাদা',তা বুঝিয়ে দিলেন ধোনির অবসর নিয়ে করা এই মন্তব্যে

ধোনির সব থেকে কাছের মানুষের এই প্রতিক্রিয়া থেকেই পরিষ্কার যে তার অবসরে কতটা ভারাক্রান্ত সাক্ষী। যদিও ধোনির এই সিদ্ধান্তের কথা তিনি আগে থেকে জানতেন কিনা তা জানাননি মিসেস ধোনি। একটি পোস্ট করেই থেমে থাকেননি সাক্ষী। পরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি মন ছুঁয়ে যাওয়া বক্তব্য পোস্ট করেন তিনি। মায়া অ্যাঞ্জেলওয়ের একটি বিবৃতি উল্লেখ করে সাক্ষী লেখেন, ‘‘তুমি কী বলেছ, সবাই ভুলে যাবে। কী করেছ, সবাই ভুলে যাবে । কিন্তু তুমি তাঁদের কী অনুভব করিয়েছ, সেটা সবাই মনে রাখবে ।’’
 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari