ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে সৌরভ, বিসিসিআই সভাপতিকে অভিনন্দন জানালেন শোয়েব আখতার

  • বোর্ড সভাপতি সৌরভকে অভিনন্দন শোয়ব আখতারের
  • ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সৌরভ, বলছেন শোয়েব
  • অধিনায়ক হিসাবে প্রতিপক্ষকে চাপে রাখতো সৌরভ, মন্তব্য আখতারের
  • একজন ভালো মানুষ ও ব্যাক্তিত্ব সৌরভ বলছেন রাওলপিন্ডি এক্সপ্রেস
     

ভারতীয় ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এভার অভিনন্দন ও শুভচ্ছে জানালেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। এমনকি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের প্রত্যাবর্তন এনেছে এমনটাও বলেন রাওলপিন্ডি এক্সপ্রেস। ভারতীয় দলে কঠিন সময়ে অধিনায়কের দায়িত্ব নিয়ে কার্যকরি ভূমিকা পালন করেছিলেন সৌরভ। আর সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে বোর্ড প্রেসিডেন্ট হিসাবেও ভালো কাজ করবেন সৌরভ এমনটা মনে করেন আখতার।

আরও পড়ুন, বিসিসিআই সভাপতি সৌরভকে রাজকীয় বরণ সিএবির, ইডেনে ফিরে অতীত নিয়ে সরব মহারাজ

Latest Videos

একটি ভিডিও পোস্ট করে সেখানে সৌরভকে নিয়ে শোয়েব বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় জ্ঞান খুব ভালো। ওর মতন ক্রিকেটীয় জ্ঞান ভারতীয় দলের মধ্যে অন্যদের খুব কম ছিল। ভারতীয় ক্রিকেটে নয়া মোড় এনে দিয়েছে সৌরভ। একই সঙ্গে খেলোয়াড় বাছাই করারা ও যাচাই করার ক্ষমতা খুব ভালো রয়েছে সৌরভের। তাই যোগ্য মানুষই বিসিসিআই সভাপতি হয়েছেন। ভালো মানুষ। ভালো ক্রিকেটার। সৌরভই এটার যোগ্য।'

 

 

একই সঙ্গে সৌরভকে নিয়ে আখতার আরও বলেন, 'সৌরভ যখন দলে আসেনি ও অধিনায়ক হয়েনি তখন মনে হত সব ম্য়াচ খুব সহজেই ভারতকে হারানো যাবে। তবে তারপর সৌরভ একটা প্রত্যাবর্তন করল। আর তখন থেকে পাকিস্তানের হারের ভয় শুরু হল। নিজে থেকে পুরো দলটা সাজিয়েছিল ও। শেহওয়াগ, হরভজন, জাহির খান, যুবরাজের মতন আরও ক্রিকেটার নিয়ে এসেছে। নিজের ক্রিকেটীয় দক্ষতা ও অধিনায়কের দক্ষতা প্রমান করেছে। আশা করি আগামী দিনেও বোর্ড সভাপতি হিসাবে ভালো কাজ করবে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। এই খবরটা খুব ভালো খবর। '

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar