ব্যাটিং নাকি প্রশাসন সামলানো, কোন কাজটা বেশি কঠিন মনে হয় সৌরভের

  • ক্রিকেটার হিসেবে ভূমিকা অনেক কঠিন ছিল
  • অকপট স্বীকারোক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের
  • সৌরভকে সমর্থন করলেন সুনীল গাভাস্কারও

ক্রিকেট প্রশাসকের ভূমিকা নয়, বরং ক্রিকেটার হিসেবে খেলাটাই বেশি কঠিন বলে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ বিসিসিআই সভাপতি মনে করেন, ক্রিকেটার হিসেবে মাঠে নেমে খেলার সময় সামান্যতম ভুলেরও সুযোগ খুব কম ছিল। 

ক্রিকেটার নাকি ক্রিকেট প্রশাসন সামলানো, কোনটা বেশি কঠিন, এই প্রশ্নই করা হয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। বিশেষ না ভেবেই নিজের উত্তর জানিয়ে দেন বিসিসিআই সভাপতি। 

Latest Videos

আরও পড়ুন- শিখর না রাহুল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন সিরিজে উত্তর খুঁজছেন কোহলিরা

আরও পড়ুন- উর্বশী-কে ব্লক করলেন তরুণ ভারতীয় ক্রিকেট তারকা, সম্পর্কে কি তবে পূর্ণচ্ছেদ

সৌরভ বলেন, 'চাপের মধ্যে খেলাটা অনেক কঠিন ছিল। কারণ ব্যাটিংয়ের সময় একটা ভুল করলেই তার খেসারত দিতে হতো। ফলে ওই কাজটা অনেক কঠিন। কিন্তু এখন বিসিসিআই সভাপতি হিসেবে আমি কোনও ভুল করলেও পরে তা সংশোধনের সুযোগ আছে। কিন্তু ব্যাটিংয়ের সময় অফ স্টাম্পের বাইরে গ্লেন ম্যাকগ্রার বলে খোঁচা দিলে আর ফেরার সুযোগ ছিল না।' সৌরভ এও মনে করেন, তাঁর সময়ের তুলনায় এখন খেলার গতিও অনেক বদলে গিয়েছে। 

এই প্রসঙ্গে কিংবদন্তি সুনীল গাভাস্কারও সৌরভের মতকেই সমর্থন করেছেন। তিনিও মনে করেন, ক্রিকেট খেলার তুলনায় প্রশাসন সামলানো অনেক কঠিন। গাভাস্কারও বলেন, 'আমিও সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে কয়েকমাসের জন্য বিসিসিআই সভাপতির দায়িত্ব সামলেছিলাম। আমারও মনে হয়েছিল খেলার তুলনায় এই কাজটা সহজ।' তবে ভারতের কিংবদন্তি ওপেনার মনে করেন, ক্রিকেট খেলায় গত কয়েক বছরে ফিটনেস অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন