Sourav Ganguly Health Update: এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা (Corona) আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার রাত কোভিড ১৯ (Covid 19) রিপোর্ট পজেটিভ আসে বিসিসি সভাপতির (BCCI President)। ভর্তি করা হয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। করা হল ওমিক্রন (Omicron) পরীক্ষা। এখনই সৌরভকে ছাড়া হচ্ছে না হাসপাতাল থেকে।
 

করোনা (Corona) আক্রান্ত হয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ  স্থিতিশীল রয়েছে বলে বারবার জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতিই হয়েছে বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের (BCCI President)। কারণ হালকা জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হলেও, আর জ্বর আসেনি সৌরভ গঙ্গোরপাধ্যায়ের। খাওয়াদাওয়া থেকে শুরু করে কথাবার্তা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ কোভিড ১৯ (Covid 19) রিপোর্ট পজেটিভ আসলেও, ওমিক্রন আক্রান্ত হয়েছেন কিনা সৌরভ গঙ্গোপাধ্য়ায় তা এখনও জানা যায়নি। তার জিন পরীক্ষার জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে সেই রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সেই ওমিক্রন রিপোর্ট দেখেই সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে হাসপাতাল থেকে ছাড়ার বিষয় সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। 

প্রসঙ্গত, রবিরা থেকে জ্বর, সর্দিতে ভুগছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।  চিতিৎসকের পরামর্শে কোভিড টেস্ট করান তিনি। সেই রিপোর্ট পজেটিভ আসে। কার্ডিয়াক কো-মর্বিডিটি থাকায় কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরই চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়। সেই দলে সপ্তর্ষি বসু ছাড়াো রয়েছেন সরোজ মণ্ডল  ও সৌপ্তিক পাণ্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। ভর্তি হওয়ার পর থেকেই সৌরভের শাীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে কোভিডের জন্য যে চিকিৎসা ব্যবস্থা এখন অনুসরণ করা হয়। এই কদিনে সৌরভকে মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ডক্সি সাইক্লিনও। কাশি না থাকায় আপাতত তাঁর সিটি স্ক্যান করা হয়নি। দেওয়া হচ্ছে স্টিম। সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের। বুধবার সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বাড়িতে যান। তাঁর বাড়ি ও আশপাশে জীবাণুনাশক ছড়ানো হয়।

Latest Videos

শারীরিক দিক দিয়ে ২০২১ সালটা খুব একটা ভালো গেল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বছর শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। হার্টেব্লকেজ ধরা পড়েছিল প্রাক্তন ভারত অধিনায়কের। তারপর দুবারে হার্টে তার স্টেন্টিং করা হয়। যেই কারণে এখনও অনেক নিয়ম মেনে চলতে হয় বিসিসিআই সভাপতিকে। বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে এর আগেও করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের দাদা ও মা। তবে এত নিয়ম মেনে চলার পরো সৌরভের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা অবাক করেছে সকলকে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতার দশা কেজরিওয়াল-এর মত করব' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari | BJP vs TMC |
"এবার রোহিতের জায়গায় সৌগতকে নামাতে হবে", চরম কটাক্ষ মদন মিত্রের | Madan Mitra on Saugata Roy
‘Hindu-দের দোকান ভাঙবেন পোড়াবেন এই অধিকার কে দিয়েছে!’ তীব্র হুঙ্কার Suvendu Adhikari-র
‘JNU-এর মতো JU-কেও ঠান্ডা করব!’ Jadavpur ইস্যুতে Mamata Banerjee-কে হুঁশিয়ারি Agnimitra Paul-এর
'জনগণ মমতাকে চ্যাংদোলা করে বাইরে ফেলবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Bangla News Today