লর্ডসে ভারতের ব্রিটিশ বধ, কোহলি ব্রিগেডকে শুভেচ্ছা সচিন-সৌরভ-সেওয়াগদের

লর্ডস টেস্টে জয় পেল ভারতীয় দল। আগুন ঝড়াল ভারতীয় পেসাররা। ২৭২ রান তাড়া করতে নেমে ১২০ রানে শেষ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৫১ রানে জয় পেল বিরাট ব্রিগেড। জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
 

Asianet News Bangla | Published : Aug 17, 2021 4:26 AM IST

৫ দিনের রুদ্ধশ্বাস লড়াই। কখনও অ্যাডভান্টেজ নিয়েছে ভারতীয় দল, তো কখনও ইংল্যান্ড। অবশেষে লর্ডসে শে হাসি হাসল বিরাট কোহলির দল। পঞ্চম দিনে প্রথমে শামি-বুমরার ব্যাট হাতে অনবদ্য ইনিংস ও পরে ভারতীয় পেসারদের দাপটে ব্রিটিশ বধ করলল টিম ইন্ডিয়া। ১৫১ রাবের ব্যবধানে বড় জয় পেল ভারতীয় দল। একইসঙ্গে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট-রোহিত-রাহুল-শামি-বুমরা-সিরাজরা। ঐতিহাসিক জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে ভারতীয় দল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্ডুলকর সকলেই শুভেচ্ছানা জানালেন বিরাটদের।

লর্ডসে টেস্ট দেখতে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫ দিন ম্যাচ উপভোগ করেছেন তিনি। শেষ দিনে ৬০ ওভারের মধ্যে ভারতীয় বোলাররা যেভাবে ইংল্যান্ড দলকে অলআউট করেছে তাতে উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট। ট্যুইটারে তিনি লিখেছেন,'ভারতের অসাধারণ জয় দেখলাম। এই জয় প্রমাণ করে দিল, এই দলটা কতটা সাহসী। সবার মধ্যে লড়াকু মানসিকতা রয়েছে। এত কাছ থেকে এমন জয় দেখা সত্যিই তৃপ্তির।'

 

 

ভারতীয় দলের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কিংবদন্তী 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির দলকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ট্যুইটে তিনি লেখেন,'এটাই টেস্ট ম্যাচের মজা। প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম। এই দলের সহনশীলতা, সাহস আমাকে মুগ্ধ করেছে। কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ মনে থাকবে। দারুণ খেলেছো।'

 

 

এছাড়াও বীরেন্দ্র সেওয়াগ বিরাট কোহলির দলকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ক্রিকেট বিশষজ্ঞদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বীরু। তিনি লিখেছেন,'প্রথম দিন থেকে শুনে আসছিলাম, এই টেস্ট বাঁচাতে পারবে তো! ছেলেরা কিন্তু লর্ডস টেস্ট জিতে দেখাল। বিদেশে এমন জয়ের কীর্তি আর কোনও দেশ গড়তে পেরেছে বলে তো মনে হয় না। ছেলেরা কামাল করে দিল।'

 

 

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংরাও।ভারতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় নিজেরে আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। লর্ডস টেস্টে জয়ের পর এবার টিম ইন্ডিয়ার টার্গেট লিডসে জয়।

Share this article
click me!