তিনটি আলাদা দল একসঙ্গে খেলবে ক্রিকেট ম্যাচ,অভিনব আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা

  • ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়েই দক্ষিণ আফ্রিকায় ফিরছে ক্রিকেট
  • এক অভিনব চ্যারিটি ম্যাচ আয়োজন করতে চলেছে দঃআফ্রিকা বোর্ড
  • একসঙ্কে ৩টি দল খেলবে ৩৬ ওভারের এই নতুন ফর্ম্যাটের এই ক্রিকেট
  • এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে সলিডারিটি কাপ
     

Sudip Paul | Published : Jun 17, 2020 5:05 PM IST / Updated: Jun 17 2020, 10:43 PM IST

করোনার প্রভাব একটু কমতেই বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে ফুটবলের মহযজ্ঞ। ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক ফিরছে বিশ্বের নামজাদা ফুটবল লিগগুলি। শুধু ফুটবল নয়, ফিরছে ক্রিকেটও। ৮ জুলাই ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে লকডাউন পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। ঘরোয়া ক্রিকেট শুরুর ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। বিসিসিআইও প্রস্তুত হতে বলেছে সব রাজ্যভিত্তিক ক্রিকেট সংস্থাগুলিকে। এবার ঘরোয়া ক্রিকেটের মধ্যে দিয়েই ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট। তবে ক্রিকেট ফেরানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।করোনার জন্য ক্ষতির মুখে পড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য প্রোটিয়া ক্রিকেট বোর্ড সলিডারিটি কাপের আয়োজন করছে। সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই হবে এই অভিনব র্টুনামেন্ট ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে বলে জানানো হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে। এই র্টুনামেন্টের ফরম্যাট অন্যরকমের।

আরও পড়ুনঃলিসবনেই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

Latest Videos

আগামী ২৭ জুন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলা হবে এই প্রদর্শনী সলিডারিটি কাপ। তিনটি দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা, কুইন্টন ডি'কক ও এবি ডি'ভিলিয়র্স। দক্ষিণ আফ্রিকার প্রথম সারির সব ক্রিকেটারকে খেলতে দেখা যাবে এই চ্যারিটি ম্যাচে। এই ম্যাচ থেকে সংগৃহীত অর্থ করোনা মহামারির ফলে সমস্যায় থাকা ক্রিকেট কমিউনিটির কল্যাণে কাজে লাগানো হবে। অদ্ভূত এই ফর্ম্যাটে আগে কখনও খেলা হয়নি। প্রতিটি দলে ৮ জন করে ক্রিকেটার থাকবেন এই ম্যাচে। দুটি অর্ধে ১৮-১৮, মোট ৩৬ ওভারের খেলা হবে। একটি অর্ধকে ৬ ওভারের তিনটি পর্বে ভাগ করা হবে। অর্থাৎ, প্রথমার্ধে তিনটি দল পর্যায়ক্রমে ৬ ওভার করে ব্যাট করবে। যারা বেশি রান করবে সেই নিরিখে দ্বিতীয়ার্ধে আবার তিনটি দল ব্যাট করবে ৬ ওভার করে। এভাবে প্রতিটি দল দু'টি অর্ধে মোট ১২ ওভার করে ব্যাট করবে।ম্যাচে সার্বিকভাবে যে দল সবথেকে বেশি রান করবে, তারা জিতবে গোল্ড। দ্বিতীয় দল জিতবে সিলভার এবং তৃতীয় দলকে দেওয়া হবে ব্রোঞ্জ পদক। গোল্ডের জন্য দু'টি দল সমান রান করলে সুপার ওভার খেলা হবে। তিনটি দল একই রান করলে তিনজনেই সোনা জিতবে। রুপোর জন্য দু'টি দলের স্কোর একই হলে তারা যুগ্মভাবে সিলভার জয়ী হবে।

Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি