T20 WC 2021, SL VS BAN- টস ভাগ্য সাথ দিল শ্রীলঙ্কার, বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ

টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) আজ প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sarjah Cricket Stadium) মুখোমুখি হবে দুই দল। সুপার ১২-এর I(Super 12) প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া দাসুন শানাকা (Dasun Shanaka) ও মাহমুদুল্লাহর (Mahmudullah) দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
 

আজ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) সুপার সানডের প্রথম ম্যাচে মুখোমুখি দুই এশীয় শক্তি শ্রীলঙ্কা ও বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh)। শারজা মুখোমুখি হবে দাসুন শানাকা (Dasun Shanaka) ও মাহমুদুল্লাহর (Mahmudullah) দল।  নামিবিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে জয় ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়ে সুপার ১২-এ (Super 12) পৌছেছে লঙ্কান লায়ন্সরা। অপরদিকে, প্রথম ম্য়াচ স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও, ওমানের বিরুদ্ধে ২৬ রান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৮৪ রানে জিতে মানের বিরুদ্ধে ২৬ রান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৮৪ রানে জিতে মূল পর্বে পৌছেছে  বাংলা টাইগার্সরা। 

Latest Videos

শারজার শারজার পিচ মন্থর, লো বাউন্সের। আইপিএলের সময়ও বেশি রান ওঠেনি এই মাঠে।  ফলে আজকের ম্যাচে যেই দল টস জিতে রান চেজ করবে তাদেরই কিছুটা ফেভারিট বলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে আজকের ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। সেখানে ভাগ্য সাথ দিল শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার। মেগা ম্য়াচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি শানাকা। শারজার স্লো উইকেটে বাংলাদেশের মত শক্তিশালী ব্যাটিং লাইনআপে ল্প রানের মধ্যে আটকে রাখাই প্রাথমিক লক্ষ্য শ্রীলঙ্কা দলের। তারপর রান দেখে চেজ করার পরিকল্পনা সাজাতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শানাকা।

আর পড়ুনঃT20 WC 2021, Ind vs Pak- পাক ক্রিকেটারের বউয়ের মনে 'বিরাট' রাজ, জানিয়েছিলেন 'মনের কথা'

আরও পড়ুনঃT20 World Cup 2021, Ind vs Pak-রূপের আগুনে পুড়ে ছারখার, চিনে নিন পাক ক্রিকেটারদের সুপার হট বউদের

আরও পড়ুনঃ T20 World Cup 2021, Ind vs Pak-কোহলি 'প্রেমে পাগল' এই পাক সুন্দরী, ঘটিয়েছিলেন আজব কাণ্ড

আজকের ম্যাচে বাংলাদেশ দলের প্রথম একাদশে রয়েছেন লিটন দাস, মহম্মদ নঈম,শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। অপরদিকে, শ্রীলঙ্কার প্রথম একাদশে রয়েছেন কুশল পেরের (উইকেট রক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষেকা ফার্নান্ডো, ভানুকা রাজাপকসা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিনডু হাসারাঙ্গা, দুশমান্তা চামিরা, বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা।


Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today