ভাঙতে বসেছিল যুবির রেকর্ড - বিপিএল-এ বীধ্বংসী নারাইন, মুখে হাসি কেকেআর-এর

আরেকটু হলেই যুবরাজ সিং-এর ১২ বলে অর্ধশতরানের রেকর্ড ভেঙে দিচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অলরাউন্ডার সুনীল নারাইন (Sunil Narain)। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL), কেকেআর (KKR) অলরাউন্ডার  বিস্ফোরক ইনিংস খেললেন। 
 

দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) জাতীয় দলের বাইরে অলরাউন্ডার সুনীল নারাইন (Sunil Narain)। তাও, কেকেআর (KKR) দল ৮ কোটি টাকা ব্যয় করে তাঁকে দলে ধরে রেখেছে। আর সেটা কেন, তার প্রমাণ মিলল বুধবার রাতে। যখন কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) তাঁর জাতীয় দল প্রথম টি২০আই ম্যাচে ভারতের (Team India) বিরুদ্ধে পরাজিত হচ্ছে, সেই একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের (Comilla Victorians) হয়ে ১৩ বলে অর্ধশতরানের এক বিস্ফোরক ইনিংস খেললেন নারাইন। 

বুধবার ছিল বাংলাদেশের (Bangladesh) টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। মিরপুরের (Mirpur) শের-ই-বাংলা স্টেডিয়ামে (Sher-e-Bangla Stadium ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (Chattogram Challengers) মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নারাইন একেবারে ইনিংসের শুরু থেকেই বিস্ফোরক ব্যাটিং শুরু করেছিলেন। প্রথম বলে কোনও রান হয়নি। কিন্তু, দ্বিতীয় বলেই ইনিংসের প্রথম ছয়টি মারেন তিনি। পরের ১১টি বলে মোট ৫টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। নারাইনের ইনিসং ছিল এইরকম - ডট, ৬, ৪, ৪, ৬, ৬, ৪, ৬, ডট, ৪, ৬, ১, ৬। শেষ পর্যন্ত, ১৬ বলে ৫৭ রান করে আউট হন নারাইন। যার জেরে মাত্র ১২.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্য ১৪৯ রানে পৌঁছে যায় কুমিল্লা।

Latest Videos

১৩ বলে অর্ধশতক করার পথে মাত্র দুটি ডট বল খেলেন নারাইন। সেই ডেলিভারিগুলো ডট না হলে, তিনি এদিন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) রেকর্ড ভাঙতে পারতেন। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন যুবরাজ। সেটাই এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে, যে কোনও ফর্ম্যাটে সবথেকে কম বল খেলে অর্ধশতরান করার নজির। সাম্প্রতিক ইনিংসের ফলে নারাইন এখন টি২০ ফর্ম্যাটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডের অধিকারী হলেন। 

টি২০ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি (আন্তর্জাতিক ও ঘরোয়া) -

যুবরাজ সিং - ১২ বল - ২০০৭, ভারত বনাম ইংল্যান্ড

ক্রিস গেইল - ১২ বল - ২০১৬, মেলবোর্ন রেনেগেডস বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স

হজরতুল্লাহ জাজাই - ১২ বল - ২০১৮, কাবুল জাওয়ানান বনাম বালখ লেজেন্ডস

মার্কাস ট্রেসকোথিক - ১৩ বল - ২০১০, সমারসেট বনাম হ্যাম্পশায়ার

সুনীল নারাইন - ১৩ বল - ২০২২, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

এই ইনিংস নিয়ে ম্যাচের পরে নারাইন বলেছেন, ওপেন করার দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত হয়েছিলেন। কারণ, সেই সময় রিংয়ের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকে। তাছাড়া, ব্যাট করার জন্য উইকেটও খুব ভাল ছিল। বল খুব বেশি স্পিন করছিল না। বিশেষ করে নতুন বল চমৎকারভাবে ব্যাটে এসেছে। নারাইনের এই ইনিংস নিশ্চিতভাবে আইপিএল-এ কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটাবে। অন্যদিকে, এই ফর্ম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স করে জাতীয় দলের দরজা ফের খোলার আশা করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury