রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে শুধু ভারতীয় দলকে জেতানোই নয়, একটি ব্যক্তিগত নজিরও গড়েছেন বিরাট কোহলি। তিনি ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।
মেলবোর্ন দেখেছে বিরাট কোহলির দাপট। ৫৩ বলে ৮২ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধ ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন বিরাট। তাঁর এই অসাধারণ ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন একটি নজির গড়েছেন বিরাট। তিনি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একটি নজির ছাপিয়ে গিয়েছেন। সব আইসিসি প্রতিযোগিতা মিলিয়ে ২৩ বার ৫০ বা তার বেশি রান করার নজির আছে সচিনের। রবিবার ২৪ বার আইসিসি প্রতিযোগিতায় ৫০-এর বেশি রান করলেন বিরাট। এখনও পর্যন্ত আইসিসি প্রতিযোগিতায় ২৬টি ম্যাচ খেলেছেন বিরাট। তাঁর মোট রান ১,০৩০। আইসিসি ইভেন্টে বিরাটের ব্যাটিং গড় ৪৬.৮১। আইসিসি ইভেন্টে বিরাটের ব্যাট থেকে এসেছে দু'টি শতরান ও ৬টি অর্ধশতরান। আইসিসি ইভেন্টে বিরাটের সর্বোচ্চ স্কোর ১০৭। ক্রিকেটপ্রেমীদের আশা, পরবর্তী ম্যাচগুলিতে আরও অনেক রান করবেন বিরাট এবং দলকে জেতানোর পাশাপাশি তাঁর ব্যক্তিগত রেকর্ডও উজ্জ্বলতর করে তুলবেন।
টি-২০ বিশ্বকাপে বিরাট এখনও পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২০ ইনিংসে তাঁর রান ৯২৭। এই প্রতিযোগিতায় বিরাটের ব্যাটিং গড় ৮৪.২৭। টি-২০ বিশ্বকাপে ১১টি অর্ধশতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অপরাজিত ৮৯ তাঁর সেরা স্কোর।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে বিরাট এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। তবে তাঁর ফর্ম যদি বজায় থাকে, তাহলে চলতি প্রতিযোগিতাতেই শীর্ষস্থান দখল করে নিতে পারেন। কারণ, দ্বিতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের রান ৯৬৫। টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মাহেলা জয়বর্ধনের। তিনি করেছেন ১,০১৬ রান। ফলে বিরাট আর দু-একটি ম্যাচের মধ্যেই গেইল ও জয়বর্ধেনেকে ছাপিয়ে যেতে পারেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন বিরাট। তার মধ্যে ১২ ইনিংসে তিনি করেছেন ৫২৯ রান। তাঁর ব্যাটিং গড় ৮৮.১৬। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ৫টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৬।
সবমিলিয়ে আইসিসি ইভেন্টে ৬১ ম্যাচ খেলে ৬০ ইনিংসে বিরাট করেছেন ২,৪৮৬ ম্যাচ। তাঁর ব্যাটিং গড় ৬০.৬৩। আইসিসি ইভেন্টে বিরাট দু'টি শতরান ও ২২টি অর্ধশতরান করেছেন। সর্বোচ্চ স্কোর ১০৭। ক্রিকেটপ্রেমীদের আশা, ভবিষ্যতে বিরাট আরও শতরান, অর্ধশতরান করবেন। ভারতীয় দল শেষবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ২০০৭ সালে। ভারতের সমর্থকদের আশা, এবার রোহিত শর্মা, বিরাটদের হাতেই উঠবে কাপ।
আরও পড়ুন-