টি-২০ বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ ছাড়লেন ফিল সিমন্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ পর্যন্ত দায়িত্বে আছেন তিনি।
টি-২০ বিশ্বকাপে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দু'বার চ্যাম্পিয়ন হয়েছে ক্যারিবিয়ানরা। কিন্তু ক্রিকেট দুনিয়ার অনেককেই অবাক করে অস্ট্রেলিয়ায় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে শুরুটা খুব খারাপ করে ক্যারিবিয়ানরা। পরের ম্যাচে জিম্বাবোয়েকে ৩১ রানে হারিয়ে ঘুরে দাঁড়ালেও, তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর জেরে মঙ্গলবার পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের পরেই সরে যাবেন। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই টেস্ট সিরিজ। সিমন্স বলেছেন, “আমরা টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় শুধু দলই আঘাত পায়নি, আমাদের দেশের গর্বেও আঘাত লেগেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের মনে আঘাত লেগেছে। কিন্তু আমরা প্রয়োজনের মুহূর্তে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। এখন আমাদের বাইরে থেকে এই টুর্নামেন্ট দেখতে হচ্ছে। এটা আমার কাছে অভাবনীয় ঘটনা। আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।”
ওয়েস্ট ইন্ডিজের কোচ আরও বলেছেন, “আমি বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে সরে যাওয়ার কথা ভাবছিলাম। তাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে বেশি ভাবনা-চিন্তা করতে হয়নি। এখন আমি প্রকাশ্যে জানাচ্ছি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের পদ থেকে সরে যাব। আমি অবশ্য এত তাড়াতাড়ি এই দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। এখন যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল ফল হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করব। দলের যাতে উন্নতি হয়, সেটাও দেখব আমি।”
দু'দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ হয়ে সাফল্য পেয়েছেন সিমন্স। তিনি প্রথমবার ক্যারিবিয়ানদের কোচ হয়ে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন। সেবার কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর কোচের পদ থেকে সরে যান সিমন্স। এরপর তিনি দ্বিতীয়বার কোচের দায়িত্ব নেন ২০১৯ সালে। তাঁর কোচিংয়ে এ বছর দেশের মাটিতে ইংল্যান্ডকে ১-০ ফলে হারিয়ে টেস্ট সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
টি-২০ ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সফল দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই দলই এবারের টি-২০ বিশ্বকাপে এত খারাপ ফল করায় অনেকেই অবাক হয়েছেন।
আরও পড়ুন-