
বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টসে জিতল অস্ট্রেলিয়া (Australia)। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল তারা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) বললেন শুরুর দিকে পিচে কিছুটা আর্দ্রতা থাকবে বলে আশা করছেন তাঁরা। সেটাকে কাজে লাগাতে চান তাদের জোরে বোলাররা।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah) বলেছেন, উইকেট ব্যাটিং সহায়ক বলে মনে করছেন তাঁরা। বড় স্কোর খাড়া করতে চান। এর আগের ম্যাচগুলিতে তাঁরা তাঁদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলে জানিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। এটাই তাঁদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ। নিজেদের গর্ব পুনরুদ্ধারের জন্য খেলতে চান তাঁরা।
"
দুই দলেই এদিন একটি করে পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে অ্যাশটন অ্যাগারের পরিবর্তে ফিরে এসেছেন মিচ মার্শ। আর বাংলাদেশ দলেও নাসুমের বদলে প্রথম একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
দুই দলের এদিনের প্রথম একাদশ
অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
বাংলাদেশ - মহম্মদ নইম, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদি হাসান, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আরও পড়ুন - T20 World Cup 2021 - সর্বহারা বাংলাদেশের সামনে নার্ভাস অস্ট্রেলিয়া, হতে চলেছে জোর টক্কর
আরও পড়ুন - Virushka - 'অনুষ্কা কবে ক্রিকেট খেলা শুরু করল ', বিসিসিআইয়ের টুইট দেখেই বললেন 'বিরাট'
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে সহজেই পরাজিত করলেও, তার পরের ম্যাচেই অস্ট্রেলিয়াকে একেবারে সাধারণ মানের দলের স্তরে নামিয়ে এনেছে ইংল্যান্ড। যার পর অজিদের মনোবল দারুণভাবে ধাক্কা খেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি বছরের শুরুতেই টি২০ সিরিজে ৪-১ ফলে ধরাশায়ী হয়েছিল অজিরা। তবে সেই সিরিজের বাংলাদেশ দলের সঙ্গে বর্তমান বাংলাদেশ দলের অনেক তফাৎ। বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই হেরে গিয়েছে টাইগার্স। আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার জোরে বোলিং আক্রমণের সামনে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করেছে। নখিয়া-রাবাডাদের মতোই শক্তিশালী অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণও। তবে অজি ব্য়াটারদেরও বাংলাদেশি জোরে বোলারদের সামনে পরীক্ষা দিতে হবে।
এদিনের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে নয়টি ম্যাচে মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে পাঁচ ম্যাচে, বাংলাদেশ চার ম্যাচে। আর টি২০ বিশ্বকাপে দুই দলের মধ্যে চারটি ম্যাচ খেলা হয়েছে। ২০০৭, ২০১০, ২০১৪ এবং ২০১৬ - প্রতিবারই জয়লাভ করেছে অজিরাই।