T20 WC 2021 - সেমিফাইনালের আগে ব্যাটারদের পরীক্ষায় বসালো পাকিস্তান, নামিবিয়া দলে ২টি পরিবর্তন

মঙ্গলবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করছে পাকিস্তান (Pakistan)। দেখে নিন দুই দলের প্রথম একাদশ।
 

Asianet News Bangla | Published : Nov 2, 2021 1:47 PM IST / Updated: Nov 02 2021, 07:33 PM IST

মঙ্গলবার, আবুধাবিতে, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান (Pakistan)। অধিনায়ক বাবর আজম (Babar Azam) জানালেন, তাঁরা এখনও পর্যন্ত রান তাড়া করে সফল হয়েছেন। তাই, সেমিফাইনালের আগে নিজেদের ব্যাটিং দক্ষতা যাচাই করে নিতে চাইছেন। পিচও ব্যাটিং সহায়ক বলে মনে করছেন তারা। তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। 

অন্যদিকে, নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস (Gerhard Erasmus) বলেছেন, টসে জিতলে তাঁরা আগে বলই করতেন। পাকিস্তান খুবই উচ্চ মানের দল, তাছাড়া নিজেদের ফর্ম ধরে রাখাও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। 

পাকিস্তান দল এদিন তাদের প্রথম একাদশ অপরিবর্তিত রাখলেও নামিবিয়া দলের প্রথম একাদশে দুটি পরিবর্তন করা হয়েছে। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ।

পাকিস্তান - মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

নামিবিয়া - স্টেফান বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জাঁ নিকোল লফটি-ইটন, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, বেন শিকঙ্গো।

এবারের বিশ্বকাপে স্বপ্নের পারফরম্যান্স দিয়েছে আফ্রিকান দল নামিবিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব শুরু করলেও পরের দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং টেস্ট খেলিয়ে দেশ আয়ারল্যান্ডকে পরাজিত করে সুপার ১২ পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে তারা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জিতে, পয়েন্ট তালিকায় আপাতত তারা ভারতেরও আগে রয়েছে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো কড়া প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্য তাদের হারতে হয়েছে। তবে নতুন বল হাতে নজর কেড়েছেন তাদের বাঁ-হাতি পেসার ট্রাম্পেলম্যান এবং ফ্রাইলিঙ্ক। ব্যাটে ভাল পারফর্ম করেছেন উইজি এবং ইরাসমাস। তবে দারুণ ফর্মে থাকা পাকিস্তানের বিরুদ্ধে তাদের জয়ের আশা নেই বললেই চলে। 

আরও পড়ুন - T20 WC 2021 - ভামিকা থেকে অগস্ত্য - কিউই ম্যাচের আগে বাচ্চাদের নিয়ে পার্টিতে মেতে টিম ইন্ডিয়া, দেখুন

আরও পড়ুন - T20 WC 2021 - বিশ্বকাপের মধ্যেই আচমকা অবসর আসগর আফগানের, টি২০-তে নেতা হিসাবে এগিয়ে ধোনির থেকেও

আরও পড়ুন - T20 WC 2021 - বিরাট-সাম্রাজ্যে বাড়ছেই বাবরের আধিপত্য, পাক অধিনায়ক ভাঙলেন কোহলির আরেক রেকর্ড

পাকিস্তানের তিনটি জয়ই এসেছে পরে ব্যাট করে। তাদের প্রধান শক্তি তাদের বোলাররাই। শাহীন আফ্রিদি শুরু থেকেই সুর বেঁধে দিচ্ছেন। বাকিরা তা অনুসরণ করছে। তিনটি ম্যাচেই তাদের ১৫০ রানের আশপাশের লক্ষ্যমাত্রা তাড়া করতে হয়েছে। এদিন, প্রথমে ব্যাট করে তারা কতখানি সফল হয়, সেটাই দেখার। 

Read more Articles on
Share this article
click me!