T20 WC 2021, SA vs WI - ছক্কার বন্যা, দুরন্ত অর্ধশতরান করলেন এভিন লুইস, দেখুন ভিডিও


মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভাল শুরু করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। অর্ধশতরান করলেন এভিন লুইস (Evin Lewis)। 

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) তাদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) প্রথমে ব্যাট করতে ডেকেছিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এই ম্যাচে দারুণ শুরু করল ক্যাারিবিয়ানরা। আর সেটা সম্ভব হল তাদের ওপেনার এভিন লুইসের দুর্দান্ত অর্ধশতরানের দৌলতে। 

দশম ওভারের পঞ্চম বলে শামসিকে ছয় মেরে তিনি মাত্র ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। তখন দলের রান ছিল বিনা উইকেটে ৬৫। অপর প্রান্তে ২৭ বলে ১২ রানে অপরাজিত ছিলেন তাঁর ওরেনিং পার্টনার লেন্ডল সিমন্স। তবে অর্ধশতরান করার পরই কেশব মহারাজের বলে ১১তম ওভারে আউট হয়ে গেলেন লুইস। ৩৫ বলে ৫৬ রান করলেন তিনি। মেরেছেন ৩টি চার এবং ৬টি ছয়। সেই সময় দলের রান ছিল ৭৩/১। 

Latest Videos

"

তিনি আউট হওয়ার পরই অবশ্য দ্রুত আউট হয়ে গেলেন ৩ নম্বরে নামা নিকোলাস পুরান-ও। ৭ বলে ২টি চার মেরে ১২ রান করলেন তিনি। ১৩তম ওভারে কেশব মহারাজের বলেই ছয় মারতে গিয়ে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিলেন তিনি। 

এদিন দুই দলেই প্রথম একাদশে একটি করে পরিবর্তন হয়েছে। বাভুমা জানান, ব্যক্তিগত কারণে এদিন খেলছেন না কুইন্টন ডি কক। উইকেটরক্ষকের ভূমিকায় খেলবেন ক্লাসেন। তাঁর বলে প্রোটিয়া একাদশে দেখা যাবে হেনড্রিকস-কে। অন্যদিকে ক্যারিবিয়ান দল থেকে বাদ পড়েছেন ওবেদ ম্যাকয়, খেলছেন হেইডেন ওয়ালশ।

IPL 2021 - লড়িচালকের ছেলে সাকারিয়া এখন কোটিপতি, ডেটে যেতে চান অনন্যা পান্ডের সঙ্গে

আরও পড়ুন - IPL 2021 - ভেঙ্কটেশ আইয়ারকে KKR দলে নিয়েছিলেন যিনি, তিনি এখন জেলে, কী ঘটেছিল জানেন

আরও পড়ুন - Aryan Khan Drug Case: সমন পেয়েও NCB পৌঁছলেন না অনন্যা, কারণ খোলসা করলেন নিজেই

এদিনের দুই দলের প্রথম একাদশ - 

দক্ষিণ আফ্রিকা - তেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেন্ড্রিকস, রাসি ভ্যান ডের ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, অ্যানরিখ নখিয়া, তাবরাইজ শামসি।

ওয়েস্ট ইন্ডিজ - লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, শিমরন হেতমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ, রবি রামপাল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দল প্রথমে ব্যাট করে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল। দুইবারের চ্যাম্পিয়নরা এই টুর্নামেন্টে ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছিল। তাদেরও সেই ম্যাচে ব্যাটাররা ভাল খেলতে পারেননি। প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা মাত্র ১১৮ রান করেছিল। পরে তাদের বোলাররা দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফিরিয়ে এনেছিল। ফলে শেষদিকে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News