T20 World Cup - বিশ্বকাপে মেন্টর সিং ধোনিকে পেয়ে ধড়ে প্রাণ পেলেন কোহলি, কী বললেন ভারত অধিনায়ক

Published : Oct 16, 2021, 07:55 PM IST
T20 World Cup - বিশ্বকাপে মেন্টর সিং ধোনিকে পেয়ে ধড়ে প্রাণ পেলেন কোহলি, কী বললেন ভারত অধিনায়ক

সংক্ষিপ্ত

আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup) এমএস ধোনিকে (MS Dhoni) মেন্টর হিসাবে পেয়ে যেন ধড়ে প্রাণ পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার বিশ্বকাপ-পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে কী বললেন ক্যাপ্টেন কোহলি?

১০ বছর ধরে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।  সাফল্য আসেনি। ভারতের অধিনায়ক হিসাবেও জেতা হয়নি বিশ্বকাপ। অন্যদিকে এমএস ধোনি আইপিএল জিতলেন ৪বার, টি২০ বিশ্বকাপ ১বার। এই অবস্থায় আসন্ন ওসান ও সংযুক্ত আরব আমিরশাহির টি২০ বিশ্বকাপে (T20 World Cup) এমএস ধোনিকে (MS Dhoni) তাঁদের মেন্টর হিসাবে পেয়ে যেন ধরে প্রাণ পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার বিশ্বকাপ-পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ধোনির থেকে পাওয়া প্র্যাক্টিকাল তথ্যাদি, আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বাড়িয়ে তুলবে।

২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে। আইপিএল জেতার পর আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় ছেড়ে এমএস ধোনি এখন টিম ইন্ডিয়ার বায়ো-বাবলে প্রবেশ করবেন। অধিনায়ক বিরাট কোহলি, প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অন্যান্য কোচদের সঙ্গে দলের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন তিনি। বিরাট কোহলি জানিয়েছেন, ধোনি কোনও দলের নেতৃত্বের ভূমিকায় থাকা মানেই বড় পার্থক্য তৈরি হওয়া। ধোনি বর্তমান দলের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলেই আশা প্রকাশ করেছেন অধিনায়ক।

আরও পড়ুন - IPL 2021 - সাক্ষী কি সত্যিই গর্ভবতী, ফের বাবা হবেন ধোনি - হইচই ফেলে দিলেন সুরেশ রায়নার বউ

আরও পড়ুন - IPL 2021 - শেন ওয়ার্নের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন 'বুড়ো' ধোনি, আরও একবার জবাব সমালোচকদের

আরও পড়ুন - IPL 2021 - 'পোলার্ডকে ফোন করেই বলব', টি২০ ক্রিকেটে বিরাট রেকর্ড CSK-র ব্রাভোর

"

কোহলি আরও জানিয়েছেন, জাতীয় দলের একজন খেলোয়াড় হিসাবে তাঁর বিবর্তনের সময়ও ধোনি একজন পরামর্শদাতার ভূমিকাই পালন করেছিলেন। তাঁদের সেই সময়ের মেন্টর, বর্তমানে যারা তাদের ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের দারুণভাবে সহায়তা করতে পারবেন, এমনটাই মনে করেন তিনি। কোহলির মতে, শুধু ধোনির বছরের পর বছর ধরে অর্জন করা অভিজ্ঞতাই তাদেরকে সম্বৃদ্ধ করতে পারে। ভারতীয় অধিনায়ক আরও জানান, টি -টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারতীয় ড্রেসিংরুমে ফিরে আসতে পেরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কও উচ্ছ্বসিত।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?