এখনও অধরা আইপিএল ট্রফি, এবার কতটা শক্তিশালী হল পন্থের দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ এবার এককথায় প্রতিযোগিতার অন্যতম সেরা। কারণ তারুণ্য-অভিজ্ঞতা, ইনিংস গড়ার ক্ষমতা থেকে বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা সবকিছুই রয়েছে দিল্লির দলে।

আইপিএলের (IPL) ইতিহাসে এখনও পর্যন্ত যেকটি দল একবারও ট্রফি জিততে পারেনি  তাদের মধ্যে দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals) অন্যতম। ২০২০ সালে মাত্র  একবার তৎকালীন অধিনায়ক শ্রেয়স আইয়রের অধিনায়কত্বে ফাইনালে পৌছলেও  ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ২০২১ সালে আইপিএলে দলের নতুন অধিনায়ক হন ঋষভ পন্থ (Rishabh Pant)। পুরো প্রতিযোগিতায় অনবদ্য পারফর্ম করলেও শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছিল রাজধানীর দলকে। ট্রফি একবারও না জিতলেও শেষ ২ বছরের আইপিএলে দিল্লি দলের পারফরম্যান্স গ্রাফ আগের থেকে অনেকটা উঠেছে। আকাশ-রাতাল পরিবর্তনও বলা যেতে পারে। তবে আইপিএল ২০২২ (IPL 2022) -এ কতটা শক্তিশালী হল দিল্লি ক্যাপিটালস দল, চলুন দেখা যাক এক নজরে।

ব্যাটিং-
দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ এবার এককথায় প্রতিযোগিতার অন্যতম সেরা। কারণ তারুণ্য-অভিজ্ঞতা, ইনিংস গড়ার ক্ষমতা থেকে বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা সবকিছুই রয়েছে দিল্লির দলে। দলের ওপনিং ব্য়াটিং লাইনআপের প্রদান স্তম্ভ হলেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। পৃথ্বিকে রিটেন করেছিল দিল্লি আর ওয়ার্নারকে এবার নিলামে কেনে। এছাড়াও রয়েছেন মনদীপ সিং, রোভম্যান পাওয়েলের মত বিগ হিটার। রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক যস ধুল ও  তরুণ অশ্বিন হেব্বারও।

Latest Videos

অলরাউন্ডার-
দিল্লি দলে এবার একগুচ্ছ অলরাউন্ডার রয়েছে যারা ব্য়াটিং-বোলিং দুই বিভাগেই দলকে সমানভাবে সাহায্য করতে সিদ্ধহস্তক। রয়েছে অক্ষর প্য়াটেলের মত স্পিনিং অলরাউন্ডার ও মিচেল মার্শের মত অজি মিডিয়াম পেসার অলরাউন্ডার। দুজনেই ব্য়াটে-বলে সেরা। এছাড়া রয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে  সরফরাজ খান,   রিপল প্যাটেল, ললিত যাদব, প্রবীন দুবে ও  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের  অলরাউন্জার ভিকি অস্তাওয়াল।

উইকেট রক্ষক-
উইকেট রক্ষকের হিসেবে দলের অধিনায়ক ঋষভ পন্থ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। উইকেটের পেছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি  অধিনায়কত্বের দায়িত্ব ও ব্য়াট হাতে বিদ্ধংসী ব্য়াটিংয়ে তার জুরি মেলা ভার। এছাড়া রয়েছে আরও এক ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএস ভরত। পাশাপাশি বিদেশি উইকেট রক্ষক ও মারকাটারি টিম সেইফার্টও দিল্লির দলে রয়েছে।

বোলিং-
দলে অক্ষর প্য়াটেল অলরাউন্ডারের তালিকায় থাকলেও তিনিই প্রধান স্পিনার। এছাড়া নেওয়া হয়েছে চায়নাম্য়ান কুলদীপ যাদবকে। এছাড়া পেস অ্য়াটাকে রয়েছে একের পর এক তারকাদের নাম। অ্যানরিখ নখিয়া , শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান , খলিল আহমেদ, চেতন সাকারিয়া, লুঙ্গি এনগিডি, কমলেশ নাগারকোটি। ফলে কাকে ছেড়ে কাকে খেলাবে দিল্লি টিম ম্য়ানেজমেন্ট তা নিয়ে সমস্যা হতে পারে। সব মিলিয়ে ব্য়াটিং-বোলিং-উইকেট কিপিং-অলরাউন্ডার সব বিভাগেই দিল্লি দলে একাধিক অপশন রয়েছে। ফলে  দিল্লির রিজার্ভ বেঞ্চ এবারের আইপিএলের সবথেকে শক্তিশালী বললেও ভুল  হবে না। ফলে প্রথমবর ট্রফি জিততে মরিয়া ঋষভ পন্থের দল।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র