এবার আফগান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌছে গেল তালিবানরা, পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি

Published : Aug 19, 2021, 07:33 PM IST
এবার আফগান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌছে গেল তালিবানরা, পরিস্থিতির উপর নজর রাখছে আইসিসি

সংক্ষিপ্ত

এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডে ভিতরে প্রবেশ করল তালিবানরা। ক্রিকেট বোর্ডের সদর দফতরে বন্দুকে হাতে তালিবানদের ছবি ভাইরাল। রাশিদগ খানদের টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা।  

চরম অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান। আমেরিকা সেনা প্রত্যাহার করতেউ বন্দুকের জোরে দেশের শাসনভার অধিকার করেছে তালিবানরা। রাষ্ট্রপতি ভবন থেকে সমস্ত সরকারি দফতর, এনবকী সংবাদ মাধ্যমের চ্যানেলও দখল নিয়েছে বন্দুকধারীরা। মুখে শান্তির কথা বলেও, আফগানিস্তান জুড়ে চলছে হিংসা ও তাণ্ডব। এবার আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সদর দফতরেও পা পড়ল তালিবানদের। ব্য়াট-বলের পরিবর্তে এখন বন্দুকের নলের আস্ফালন।

কয়েক দিন আগেই আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানিয়েছিলেন, তালিবানরা ক্রিকেট পছন্দ করেন। দেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও আসন্ন টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের খেলা কোন অনিশ্চয়তা নেই। কিন্তু এমন ঘোষণারল কয়েক দিনের মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে যে চিত্র সামনে এসেছে তা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে দেশের ক্রিকেটারদের। বৃহস্পতিবার আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল্লা মাজারিকে সঙ্গে নিয়ে কাবুলে আফগান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছয় তালিবানরা। তারপরই সেখানে বন্দুক হাতে দেখা যায় তালিবানদের।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান। বর্তমানে ইংল্য়ান্ডে দ্যা হান্ড্রেড প্রতিযোগিতায় ক্রিকেট খেলছেন রাশিদ খান ও মহম্মদ নবিরা। আফগানিস্তানে পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তায় ছিলেন রাশিদ খান। এবার দেশের ক্রিকেট বোর্ডে তালিবানরা পা রাখায় আফগানিস্তানের টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। গোটা বিষয়টির উপর নজর রাখছে আইসিসিও। স্বস্তির খবর বলতে এখনও আফগানিস্তানের ক্রিকেটের উপর কোনও রকম নিষেধাজ্ঞা জারি করেনি তালিবানরা।

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, পরিবর্ত কে?
Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক