ঘোষিত আইপিএল ২০২০-র সূচি, জেনে নিন কেকেআরের ম্যাচের তারিখ ও সময়

  • অবশেষে সব প্রতীক্ষার ঘটল অবসান 
  • প্রকাশিত হল আইপিএল ২০২০ সূচি
  • প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও সিএসকে
  • ২০শে কলকাতার প্রথম ম্যাচ বিপক্ষে আরসিবি
     

আইপিএল শুরু হতে বাকি হাতে গোনা কয়েকটা দিন। কিন্তু এখনও কেনও প্রকাশিত হল না আইপিএলের ক্রীড়া সূচি? তা নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। প্রতিবছর অনেক আগে সূচি প্রকাশ হয়ে গেলেও এবছর কেনও হচ্ছেনা সূচি প্রকাশ, নতুন করে কোনও সমস্যা তৈরি হল কিনা এই সব কিছু নিয়ে বাড়ছিল কৌতুহল। অবশেষে সব জল্পনার সমাধান ঘটিয়ে আইপিএলের ক্রীড়া সূচি প্রকাশ করল ভারততীয় ক্রিকেট বোর্ড। ১৯ সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধা ৭.৩০ টায় শুরু হবে আইপিএলের প্রথম ম্যাচ। মুখোমুখি হবে রোহিত শর্মার চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির কিংস ইলেভেন পঞ্জাব।

আরও পড়ুনঃকোয়ারেন্টাইন পর্ব শেষ, অনুশীলন শুরু করল আইপিএলের দুই দল

Latest Videos

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে দীনেশ কার্তিক অ্যান্ড কোম্পানি মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। বিকেল । ভারতীয় সময় বিকেল চারটেয় শুরু হবে ম্যাচ। গ্রুপ লিগে নাইট রাইডার্সের শেষ ম্যাচে ৪ নভেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আইপিএলের সূচির অপেক্ষায় অধীর অপেক্ষায় বসেছিলেন কেকেআর ভক্তরা। এক ঝলকে দেখে নিন কেকেআরের পুরো ক্রীড়া সূচি-

আরও পড়ুনঃমরুদেশে মহারণ, জেনে নিন আইপিএলের সেনাপতিদের শক্তি ও দুর্বলতা

২০ সেপ্টেম্বর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৩ সেপ্টেম্বর- বনাম দিল্লি ক্যাপিটালস, ২৭ সেপ্টেম্বর- বনাম চেন্নাই সুপার কিংস, ২৯ সেপ্টেম্বর- বনাম রাজস্থান রয়্যালস, ৩ অক্টোবর- মুম্বই ইন্ডিয়ান্স, ৬ অক্টোবর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ৯ অক্টোবর- বনাম দিল্লি ক্যাপিটালস, ১৩ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, ১৬ অক্টোবর- বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, ১৮ অক্টোবর- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ২২ অক্টোবর- বনাম রাজস্থান রয়্যালস, ২৭ অক্টোবর- বনাম চেন্নাই সুপার কিংস, ৩১ অক্টোবর- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৪ নভেম্বর- বনাম সানরাইজার্স হায়দরাবাদ

আরও পড়ুনঃডাগ আউটে বসেই নিয়ন্ত্রণ করেন দলের ভাগ্য, চিনে নিন আইপিএলের 'দ্রোণাচার্যদের'

আরববের তিনটি স্টেডিয়ামে হবে সব ম্যাচ। শেখ জায়েদ ক্রিকেট ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ইন্টারন্যাশানল ক্রিকেট সেন্টার ও শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ১৯ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে লিগ টেবিলের খেলা। ১০ নভেম্বর পাইনাল স্থির হলেও কোয়ালিফায়ারের সময় সন্ধা ৭.৩০ হলেও, তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ফাইনালও অনুষ্ঠিত হবে সন্ধে ৭ টা ৩০ মিনিটে। দীর্ঘ টালবাহানার পর আইপিএলের সূচি বেরিয়ে যাওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা। এবার আইপিএলে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। করোনা আবহে ক্রিকেটের আনন্দে মাততে অপেক্ষায় রয়েছে সকলে।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
দায়ী কে? কেমন আছে ৩ প্রসূতি মাম্পি, মিনারা ও নাসরিন? দেখুন | Kolkata News | Saline Controversy
মুহূর্তেই ধসে গেল গোটা ফ্লাট! সামনে আসলো সেই ভয়াবহ মুহূর্তের ভিডিও, দেখুন | Baghajatin Latest News
প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন