কিংবদন্তী কিশোর কুমারের বাড়িতে এবার রোস্তোরাঁ বানালেন বিরাট, অন্দরমহল ঘুরে দেখালেন প্রাক্তন অধিনায়ক

এবার আরব সাগরের তীরে মায়ানগরী মুম্বইতে রেস্তোরাঁ খুলছেন বিরাট কোহলি। তবে এই রোস্তোরাঁর সঙ্গে যেন জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। এর পিছনেও রয়েছে বিশেষ কারণ। কিংবদন্তী গায়ক অভিনেতা কিশোর কুমারের বাড়ি কিনে এবার সেখানেই রোস্তোরাঁ বানালেন বিরাট কোহলি। 

Riya Das | Published : Oct 9, 2022 6:02 AM IST

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সর্বদাই লাইমলাইটে থাকেন।  ক্রিকেটের খেলার পাশাপাশি নিজের রোস্তোরাঁও রয়েছে বিরাটের। এবার আরব সাগরের তীরে মায়ানগরী মুম্বইতে রেস্তোরাঁ খুলছেন বিরাট কোহলি। তবে এই রোস্তোরাঁর সঙ্গে যেন জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। এর পিছনেও রয়েছে বিশেষ কারণ। কিংবদন্তী গায়ক অভিনেতা কিশোর কুমারের বাড়ি কিনে এবার সেখানেই রোস্তোরাঁ বানালেন বিরাট কোহলি। 

ক্রিকেট খেলায় যেমন নিজেকে উজাড় করে দেন বিরাট তেমনি রেস্তোরাঁ সাজানো থেকে খাবারের তালিকা সব কিছুই নিজের মনের মতো করে সাজিয়েছেন  প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। জনপ্রিয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বিরাট ভক্ত কোহলি।  অভিনেতা জানিয়েছেন, মুম্বইয়ে 'গৌর কুঞ্জ' নামে একটি বাড়ি ছিল কিশোর কুমারের। সেই বাড়িটি কিনেই রেস্তোরাঁ বানিয়েছেন বিরাট কোহলি। বিরাাট জানিয়েছেন স্বর্গীয় কিশোরদার বাড়ি এটা। আমাদের যা পরিকল্পনা তার সঙ্গে এর বিশাল মিল রয়েছে। এই রোস্তোরাঁ ঘুরে দেখিয়েছেন বিরাট এবং অভিনেতা মনিষ পলও সঙ্গে ছিলেন । সেখানে মনিষ একটি গল্প বলেন, একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল  যে কোনও দ্বীপে যদি তাকে একজনের সঙ্গে থাকতে হয় তা হলে তিনি কাকে নেবেন। ছেলেটি উত্তর দিয়েছিল কিশোর কুমার। এবং সেইদিনের সেই ছেলেটির নাম বিরাট কোহলি।

 

 

 ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এতটাই ভক্ত কিশোর কুমারের। তবে ভক্ত বলেই কি কিশোর কুমারের মুম্বইয়ে 'গৌর কুঞ্জ' বাড়িটি পুরো কিনে নিলেন বিরাট। এর উত্তরে বিরাট জানিয়েছেন. কোনও কিছুই হঠাৎ করে হয় না। এমনটা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। কিশোরদার গান আমাকে স্পর্শ করে। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে দেখা করতে পারলে আমি ধন্য হতাম। ওর একটা আলাদাই ব্যাপার ছিল। আমি কোনও কিছুর সঙ্গে এমনি এমনি যুক্ত হতে পারি না। আমি যদি কিছু করি তাহলে সেটাতে আমি পুরোপুরি সময় দিই। কারণ সেই জিনিসটার উপর আমি পুরোপুরি সময় দিচ্ছি। আমি এটা করতে চাই। এখানেও তেমনটাই করা হয়েছে, স্পেশাল বলতে গেলে খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ওটা ভাল না হলে কেউ আসবে না।  বর্তমানে আন্তর্জাতিক স্তরে চুটিয়ে খেলছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছেন। খেলার বাইরেও নিজের ভাললাগার জায়গা খুঁজে বার করে  নিয়েছন বিরাট কোহলি। 

Share this article
click me!