আর মাত্র এক রান, রবিবারই বিরাট নজির গড়তে পারেন ভারত অধিনায়ক

  • রবিবার থেকে শুরু ভারত- শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ
  • বিরাটের সামনে নতুন রেকর্ড তৈরির হাতছানি
  • মাত্র এক রান করলেই নয়া নজির গড়বেন বিরাট
  • টপকে যাবেন সতীর্থ রোহিত শর্মাকে
     

আর মাত্র এক রান। তাহলেই নতুন বছরের শুরুতেই টি টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজ-এর প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। আর সেই খেলায় মাত্র এক রান করলেই সতীর্থ রোহিত শর্মাকে টপকে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন বিরাট। 

এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে রোহিত এবং বিরাটের রান সমান। দু' জনেই আন্তর্জাতিক টি টোয়েন্টি-তে ২৬৩৩ রান করেছেন। 

Latest Videos

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে এই সিরিজেই রোহিতের সঙ্গে নিজের রানের ফারাক অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন ভারত অধিনায়ক। 

আরও পড়ুন- খেলার মাঠেও কি এবার সিএএ ছায়া, ভারত-শ্রীলঙ্কা ম্যাচে নিষিদ্ধ পোস্টার- ব্যানার

আরও পড়ুন- ক্রিকেট থেকে অবসর নিলেন ইরফান পাঠান, ১৭ বছরের কেরিয়ারে ইতি

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ- এও দুরন্ত ছন্দে ছিলেন বিরাট। প্রথম খেলায় ৫০ বলে ৯৪ রান করেন তিনি। তৃতীয় খেলাতেও ২৯ বলে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিরাটই। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ-এ এই ফর্মই ধরে রাখতে চাইবেন কোহলি। 

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ-কে টি টোয়েন্টি সিরিজ-এ হারিয়ে এবার বিরাটদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাম্প্রতিক পারফরম্যান্স-এর হিসেবে এই সিরিজেও ফেভারিট বিরাটরাই। দু' দেশের মধ্যে হওয়া টি টোয়েন্টি সিরিজে এখনও অপরাজিত ভারত। শেষ পাঁচটি সাক্ষাতে পাঁচবারই টি টোয়েন্টি-তে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। বিরাটদের বিরুদ্ধে ২০১৬ সালে টি টোয়েন্টিতে শেষ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র